শুক্রবার ● ২৩ জানুয়ারী ২০২৬

গলাচিপায় যৌথ বাহিনীর অভিযানে গাজা ও নগদ অর্থ উদ্ধার, আটক দুই

হোম পেজ » পটুয়াখালী » গলাচিপায় যৌথ বাহিনীর অভিযানে গাজা ও নগদ অর্থ উদ্ধার, আটক দুই
শুক্রবার ● ২৩ জানুয়ারী ২০২৬


 

গলাচিপায় যৌথ বাহিনীর অভিযানে গাজা ও নগদ অর্থ উদ্ধার, আটক দুই

সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী) 

গলাচিপায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ গাজা ও নগদ অর্থসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।

 

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় গলাচিপা আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর তানজিলুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে গলাচিপা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের শান্তিবাগ এলাকার বাসিন্দা স্বামী-স্ত্রী যথাক্রমে আলী হোসেন (৭০) ও বানু বেগম (৬০)কে হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৪৯ পুড়িয়া গাঁজা, নগদ ৩ লাখ ৩৭ হাজার ২’শ টাকা এবং একটি দাড়িপাল্লা উদ্ধার করা হয়।

 

পরে আটক দুজনকে আইনগত প্রক্রিয়ার জন্য গলাচিপা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১:১৩:৩৭ ● ৪২ বার পঠিত