বৃহস্পতিবার ● ২২ জানুয়ারী ২০২৬

বরগুনার বেতাগীতে প্রশাসনের গণভোট ও নির্বাচন নিয়ে মতবিনিময় সভা

হোম পেজ » বরগুনা » বরগুনার বেতাগীতে প্রশাসনের গণভোট ও নির্বাচন নিয়ে মতবিনিময় সভা
বৃহস্পতিবার ● ২২ জানুয়ারী ২০২৬


 

বরগুনার বেতাগীতে প্রশাসনের গণভোট ও নির্বাচন নিয়ে মতবিনিময় সভা

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে বরগুনার বেতাগী উপজেলায় প্রশাসনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বেতাগী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সভায় মাঠপর্যায়ের কর্মকর্তাদের নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে প্রতিপালন এবং আইনশৃঙ্খলা রক্ষায় ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের নির্দেশনা দেওয়া হয়।

 

বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহ. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ওয়াহিদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বরিশাল বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. সোহরাব হোসেন। তিনি বলেন, জাতীয় নির্বাচন ও গণভোট রাষ্ট্র ও জনগণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ; একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে প্রশাসনের সব স্তরের কর্মকর্তাদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে। প্রশাসনিক স্বচ্ছতার প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না।

 

সভায় নির্বাচনের প্রাথমিক প্রস্তুতি হিসেবে উপজেলার ভোটকেন্দ্রগুলোর বর্তমান অবস্থা, যাতায়াত ব্যবস্থা এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো চিহ্নিতকরণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উপকূলীয় জনপদ হওয়ায় নির্বাচনের সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও নিরাপত্তা পরিকল্পনায় বিশেষ গুরুত্বারোপ করা হয়।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেতাগী সরকারি কলেজের অধ্যক্ষ সমর কুমার বেপারী, নৌ-বাহিনীর লেফট্যানেন্ট সামিউল, বেতাগী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজাহান কবির, বেতাগী গার্লস স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শাহীন, সাংবাদিক সাইদুল ইসলাম মন্টু, কামাল হোসেন খান ও মিজানুর রহমান। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন বেতাগী থানার পরিদর্শক (তদন্ত) মো. ফারুক হোসেন খান; তিনি জানান, নির্বাচনের আগে ও পরে সহিংসতা রোধে পুলিশ ও যৌথ বাহিনীর বিশেষ টহল জোরদার থাকবে।

 

এছাড়া বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি), উপজেলা নির্বাচন কর্মকর্তা স্বপন শিকদার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ওয়াহিদুর রহমান এবং উপজেলা তথ্য কর্মকর্তা মিলন আলোচনায় অংশ নেন। বক্তারা নির্বাচনী সরঞ্জাম পরিবহন ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা দ্রুত আয়োজনের ওপর গুরুত্ব দেন। সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:০৮:৫৬ ● ২৩ বার পঠিত