রবিবার ● ১৮ জানুয়ারী ২০২৬

বরগুনায় উপজেলা শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ ও নারী কেলেঙ্কারির অভিযোগ

হোম পেজ » বরগুনা » বরগুনায় উপজেলা শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ ও নারী কেলেঙ্কারির অভিযোগ
রবিবার ● ১৮ জানুয়ারী ২০২৬


 

বরগুনায় উপজেলা শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ ও নারী কেলেঙ্কারির অভিযোগ

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা 

বরগুনার বেতাগী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ওয়াহিদুর রহমানের বিরুদ্ধে দায়িত্ব অবহেলা, দুর্নীতিলব্ধ অর্থ লেনদেন এবং নারী শিক্ষকদের সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে। শনিবার (১৭ জানুয়ারি) বেতাগী প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন ভুক্তভোগী পক্ষ। অভিযোগে বলা হয়, আদালতের নির্দেশে একটি মামলার তদন্ত অনুকূলে দিতে ২০ হাজার টাকা ঘুষ দাবি করা হয়; টাকা না পেয়ে ‘মনগড়া ও ভিত্তিহীন’ প্রতিবেদন দাখিল করা হয়েছে।

সংবাদ সম্মেলনে বেতমোর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. মিজানুর রহমান বাদল জানান, তদন্ত চলাকালে জালাল উদ্দিন মাস্টারের মাধ্যমে মামলার আসামি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আফরোজা আকতার ও তার কাছে ঘুষ দাবি করা হয়। লিখিত অভিযোগে আরও বলা হয়, মামলার বাদী মোসা. তাছলিমার ২০১৩ সালে অফিস সহায়ক নিয়োগের নামে টাকা দেওয়ার দাবি অসংগত; ওই সময়ে বিদ্যালয়ে এমন নিয়োগ বিজ্ঞপ্তি ছিল না এবং অভিযুক্ত আফরোজা আকতার তখন প্রধান শিক্ষকও ছিলেন না। বাদল দাবি করেন, রাজনৈতিক প্রতিহিংসা থেকে মামলা সাজানো হয়েছে এবং বরাদ্দের চেক পেতে ‘খাম’ না দিলে বিল আটকে রাখা হচ্ছে।

এছাড়া শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে নারী শিক্ষকদের প্রতি আপত্তিকর আচরণের অভিযোগও তোলা হয়। পাল্টা বক্তব্যে বেতাগী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ওয়াহিদুর রহমান অভিযোগগুলোকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে বলেন, আদালতের নির্দেশে তদন্ত করে তিনি টাকা নেওয়ার অভিযোগের সত্যতা পেয়েছেন এবং উন্নয়ন কাজ না হলে বিল দেওয়া হয়নি। নারী শিক্ষকদের বিষয়ে তিনি বলেন, অভিযোগ প্রমাণ হলে তিনি চাকরি ছেড়ে দেবেন; তার বিরুদ্ধে একটি মহল ষড়যন্ত্র করছে।

বাংলাদেশ সময়: ১৯:৩৬:২১ ● ৫৮ বার পঠিত