রবিবার ● ১৮ জানুয়ারী ২০২৬
বিভেদ ভুলে এক মঞ্চে সুলতান-কচি, বাবুগঞ্জে বিএনপির পালে হাওয়া
হোম পেজ » বরিশাল » বিভেদ ভুলে এক মঞ্চে সুলতান-কচি, বাবুগঞ্জে বিএনপির পালে হাওয়া
![]()
সাগরকন্যা প্রতিবেদক, বাবুগঞ্জ (বরিশাল)
দীর্ঘদিন দুই ধারায় বিভক্ত থাকা বরিশালের বাবুগঞ্জ উপজেলা বিএনপিতে অবশেষে বিভেদের অবসান ঘটেছে। উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ খান ও সাবেক সভাপতি ইসরাত হোসেন কচি তালুকদার দলীয় স্বার্থে সব মান-অভিমান ও ভুল বোঝাবুঝি ভুলে এক মঞ্চে এসে ঐক্যের বার্তা দিয়েছেন।
দলীয় এই বিভেদের কারণে এতদিন আলাদা আলাদা বলয় গড়ে তুলে কর্মসূচি পালন করছিলেন দুই শীর্ষ নেতা। এতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে হতাশা ও ক্ষোভ তৈরি হয়। তবে বৃহত্তর রাজনৈতিক স্বার্থে বিভাজনের অবসান ঘটিয়ে একসঙ্গে আসায় নতুন করে সংগঠিত ও শক্তিশালী হয়ে উঠছে বাবুগঞ্জ উপজেলা বিএনপি।
অতীতের সব বিভেদ ভুলে দলকে সুসংগঠিত ও ধানের শীষের বিজয় নিশ্চিত করার প্রত্যয়ে গত শনিবার (১৭ জানুয়ারি) রাতে বাবুগঞ্জ ডিগ্রি কলেজের হলরুমে এক আবেগঘন রাজনৈতিক সভা অনুষ্ঠিত হয়। সভায় বাবুগঞ্জ উপজেলা বিএনপি ছাড়াও যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এক কাতারে এসে দাঁড়ান। পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও ঐক্যের অঙ্গীকারে সভাস্থল মুখর হয়ে ওঠে।
সভায় প্রধান অতিথির বক্তব্যে বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, দল ও জনগণের বৃহত্তর স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। অতীতের সব বিভেদ ভুলে গিয়ে ধানের শীষকে বিজয়ী করে আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানকে উপহার দিতে হবে।
দলীয় নেতাকর্মীরা মনে করেন, শুধু শীর্ষ নেতৃত্ব নয়, ইউনিয়ন পর্যায়েও কিছু অন্তর্দ্বন্দ্ব রয়েছে। তবে আপাতত সব বিরোধ ভুলে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ শুরু করেছেন। তৃণমূলের কর্মী ও সমর্থকদের প্রত্যাশা, সুলতান ও কচি নিয়মিতভাবে একসঙ্গে সভা-সমাবেশ করলে কর্মীদের মধ্যে আরও উদ্দীপনা সৃষ্টি হবে এবং দল সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হবে।
বাবুগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব ওহিদুল ইসলাম প্রিন্সের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ খান, সাবেক সভাপতি ইসরাত হোসেন কচি তালুকদার, জেলা যুবদলের সাধারণ সম্পাদক তসলিম উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভা শেষে উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে অতীতের সব বিভেদ ভুলে দলীয় ঐক্য আরও সুদৃঢ় করার অঙ্গীকার করা হয়। একই সঙ্গে আগামীর নির্বাচন, রাজনৈতিক কর্মসূচি ও সাংগঠনিক কার্যক্রম ঐক্যবদ্ধভাবে পরিচালনার মাধ্যমে ধানের শীষের বিজয় নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
বাংলাদেশ সময়: ১৫:০৮:০৭ ● ২৫ বার পঠিত
