রবিবার ● ১৮ জানুয়ারী ২০২৬

গৌরনদীতে বায়তুল ফালাহ জামে মসজিদের উদ্যোগে ৩৭তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

হোম পেজ » বরিশাল » গৌরনদীতে বায়তুল ফালাহ জামে মসজিদের উদ্যোগে ৩৭তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
রবিবার ● ১৮ জানুয়ারী ২০২৬


 

গৌরনদীতে বায়তুল ফালাহ জামে মসজিদের উদ্যোগে ৩৭তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

গৌরনদী উপজেলায় বায়তুল ফালাহ জামে মসজিদ ও স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে ৩৭তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত মসজিদ প্রাঙ্গণে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

ওয়াজ মাহফিলে দেশের খ্যাতনামা আলেম-ওলামাগণ ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ জহির সাজ্জাদ হান্নান শরিফ। এছাড়া উপস্থিত ছিলেন আল হেলাল দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ শাহাদাত হোসেন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান আকবার, যুবদল নেতা মোঃ সোহাগ হোসেনসহ স্থানীয় বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের রাজনৈতিক নেতৃবৃন্দ।

ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব হযরত মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুল মুনয়িম খান। তিনি নামাজ কায়েম, নৈতিকতা, সমাজ সংস্কার ও দ্বীনি শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। মাহফিলে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লির উপস্থিতি লক্ষ্য করা যায়।

মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বায়তুল ফালাহ জামে মসজিদের ইমাম, খতিব ও পরিচালনা কমিটির সদস্যরা। এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতায় শান্তিপূর্ণভাবে মাহফিল সম্পন্ন হয়। শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

বাংলাদেশ সময়: ১১:৩০:২৪ ● ২৮ বার পঠিত