শনিবার ● ১৭ জানুয়ারী ২০২৬
আগৈলঝাড়ায় ছাত্র হিযবুল্লাহর উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
হোম পেজ » বরিশাল » আগৈলঝাড়ায় ছাত্র হিযবুল্লাহর উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল)
বরিশালের আগৈলঝাড়ায় বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহর উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১০টায় দাসেরহাট বাজার ও দক্ষিণ শিহিপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন নবনির্মিত দীনিয়া মাদ্রাসা কমপ্লেক্স প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জমইয়াতে হিযবুল্লাহ আগৈলঝাড়া উপজেলা শাখার সভাপতি মাওলানা মো. ফরিদ উদ্দিন মিঞা, সাধারণ সম্পাদক মাওলানা মো. শওকত আলী নূর, বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. মাহমুদুল হাসান ফয়সাল, সহ-সেবা ও সমাজকল্যাণ সম্পাদক মো. আরিফুল ইসলাম, দাসেরহাট বাজার কমিটির সভাপতি ও দীনিয়া মাদ্রাসা কমপ্লেক্সের সভাপতি আলহাজ মো. আনোয়ার সরদারসহ স্থানীয় ওলামায়ে কেরাম ও সংগঠনের নেতৃবৃন্দ।
এ বিষয়ে বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহর কেন্দ্রীয় সেবা ও সমাজকল্যাণ বিভাগের প্রতিনিধি মাওলানা মো. মাহাদিউল আলম জানান, চলতি বছরে স্বল্প পরিসরে কুমিল্লা, চাঁদপুরসহ বরিশাল জেলার বিভিন্ন উপজেলায় শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতে দেশের সকল জেলার উপজেলায় আরও ব্যাপক পরিসরে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।
বাংলাদেশ সময়: ২২:২৯:০০ ● ২৮ বার পঠিত
