শনিবার ● ১৭ জানুয়ারী ২০২৬

ষড়যন্ত্র করে চরমোনাইকে জোট থেকে সরিয়ে দেওয়া হয়েছে: মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম

হোম পেজ » বরিশাল » ষড়যন্ত্র করে চরমোনাইকে জোট থেকে সরিয়ে দেওয়া হয়েছে: মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম
শনিবার ● ১৭ জানুয়ারী ২০২৬


 

ষড়যন্ত্র করে চরমোনাইকে জোট থেকে সরিয়ে দেওয়া হয়েছে: মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম

সাগরকন্যা প্রতিবেদক, বাবুগঞ্জ (বরিশাল)

বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ও দলের উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম অভিযোগ করে বলেছেন, পরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে চরমোনাইকে জোটের সমঝোতা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের হলরুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, ইসলামী আন্দোলনের নেতৃত্বেই জোট গঠনের উদ্যোগ হয়েছিল; অথচ অন্ধকারে রেখে একতরফাভাবে সিদ্ধান্ত নিয়ে তাদের বাদ দেওয়া হয়েছে। তিনি বলেন, আজ অনেকে প্রশ্ন তুলছেন- চরমোনাই ঐক্য চায়নি; বাস্তবতা হলো, আমাদের কৌশলে বাদ দেওয়া হয়েছে।

 জোট ভেঙে যাওয়ার ঘটনায় দলের আমীর পর্যন্ত কান্নায় ভেঙে পড়েছেন- উল্লেখ করে তিনি বলেন, কিছু দলের হঠকারী সিদ্ধান্তের কারণেই ইসলাম ও দেশের বড় ক্ষতি হয়েছে, যার দায় সংশ্লিষ্ট দলকে নিতে হবে। তিনি দাবি করেন, প্রথমে আট দল নিয়ে জোট গঠিত হলেও পরে নতুন দল যুক্ত করার ক্ষেত্রে ইসলামী আন্দোলনের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি। দলের অবস্থান তুলে ধরে তিনি বলেন, প্রতিকূল পরিস্থিতিতেও তারা সংগ্রাম চালিয়ে যাচ্ছেন এবং এমপি বা মন্ত্রিত্বের লোভে নির্বাচনে আসেননি; একটি আসনও না পেলেও আফসোস থাকবে না। এ সময় তিনি বরিশাল-৩ আসনে হাতপাখা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন। নির্বাচনী প্রতিশ্রুতিতে তিনি দুর্নীতিমুক্ত বরিশাল-৩ গড়ার অঙ্গীকার করেন এবং বাবুগঞ্জ ও মুলাদীর অবহেলিত এলাকায় উন্নয়ন পৌঁছে দেওয়ার কথা বলেন। নারী উন্নয়ন প্রসঙ্গে তিনি জানান, দুই উপজেলায় নারীদের জন্য আলাদা দুটি হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে, যেখানে কোনো পুরুষ কর্মী থাকবে না। সরকারি বরাদ্দের অর্থ শতভাগ স্বচ্ছতার সঙ্গে ব্যয়ের প্রতিশ্রুতি দেন তিনি। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাবুগঞ্জ উপজেলা সভাপতি হাফেজ মাওলানা রহমতুল্লাহ মাতুব্বর এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা শামসুল হক। উপস্থিত ছিলেন জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় ইবতেদায়ী বিষয়ক সম্পাদক মাওলানা শেখ নজরুল ইসলাম মাহবুব, ইসলামী আন্দোলন বাংলাদেশ বাবুগঞ্জ উপজেলা সহকারী সেক্রেটারি হাফেজ মাওলানা রাসেল হোসাইন, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা আহসান হাবীব বিশ্বাস, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ বাবুগঞ্জ উপজেলা সভাপতি মো. রেজাউল করিম রেজা, সহ-সভাপতি মো. বেলাল হোসাইন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বাবুগঞ্জ উপজেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মাদ আবদুল্লাহসহ দলীয় নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ২০:১০:২৭ ● ২৬ বার পঠিত