শনিবার ● ১৭ জানুয়ারী ২০২৬

বরগুনা পাথরঘাটায় ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম

হোম পেজ » বরগুনা » বরগুনা পাথরঘাটায় ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম
শনিবার ● ১৭ জানুয়ারী ২০২৬


 

বরগুনা পাথরঘাটায় ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

বরগুনার পাথরঘাটায় ইমতিয়াজ হোসেন ইমাম নামে এক ছাত্রদল নেতাকে কুপিয়ে মারাত্মক জখম করেছে মুখোশ পরিহিত দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত ১২টার পর পাথরঘাটা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কলেজ সংলগ্ন এলাকায় এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত ইমতিয়াজ হোসেন ইমাম পাথরঘাটা পৌর ছাত্রদলের ৯ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে বাসা থেকে বের হওয়ার পর কলেজ সংলগ্ন এলাকায় পৌঁছালে পেছন থেকে চার-পাঁচজন মুখোশধারী দুর্বৃত্ত তার ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। হামলায় তার হাত, পা ও বুকে গুরুতর জখম হয়েছে।

পাথরঘাটা উপজেলা ছাত্রদলের সভাপতি কে এম হাসিবুল্লাহ হাসিব বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে হামলাকারীরা প্রকাশ্যেই হামলা করত। এখন গুপ্তভাবে হামলা চালানো হচ্ছে। ইমামের ওপর মুখোশ পরে যে হামলা হয়েছে, এটি গুপ্ত রাজনীতির অংশ।

 

পাথরঘাটা থানার ওসি মংচেনলা বলেন, ইমতিয়াজ হোসেন নামে এক ছাত্রদল নেতার ওপর হামলার খবর পেয়েছি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮:১২:০০ ● ৩৫ বার পঠিত