শনিবার ● ১৭ জানুয়ারী ২০২৬
কাউখালীতে জমিতে রশি টানানোকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৪
হোম পেজ » পিরোজপুর » কাউখালীতে জমিতে রশি টানানোকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৪

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর
পিরোজপুরের কাউখালী উপজেলায় জমিতে রশি টানানোকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে নারীসহ চারজন আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে উপজেলার চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের চিরাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন ফরিদ শিকদার, রাজিয়া আক্তার, রুবি বেগম ও সুমি আক্তার। তাদের মধ্যে ফরিদ শিকদার গুরুতর আহত হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে ফরিদ শিকদারের জমির ভেতর দিয়ে প্রতিবেশী মহিবুল্লাহ শিকদার ও তার পরিবারের লোকজন রশি টানিয়ে ব্যবহার করছিলেন। এতে বাধা দিলে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে মহিবুল্লাহ শিকদার, এসাহাক, বিউটি বেগম, নাজমা বেগম, উর্মিসহ আরও ২-৩ জন দেশীয় অস্ত্র নিয়ে ফরিদ শিকদারের ওপর হামলা চালায়। তার ডাকচিৎকারে পরিবারের সদস্যরা এগিয়ে এলে তাদের ওপরও হামলা করা হয়। এতে চারজন আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে ফরিদ শিকদারের অবস্থার অবনতি হলে তাকে বরিশালে পাঠানো হয়।
কাউখালী থানার অফিসার ইনচার্জ ইয়াকুব হোসাইন জানান, জমিতে রশি টানানোকে কেন্দ্র করে হামলার ঘটনায় থানায় মামলা রুজু হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৫:৪৮:১৪ ● ২৮ বার পঠিত
