শুক্রবার ● ১৬ জানুয়ারী ২০২৬
সিসিটিভিতে ধরা প্রতারক চক্র, দুই টিমে তদন্ত নেছারাবাদে ‘ডেভিলস ব্রেথ’ প্রয়োগে নারী পথচারীর স্বর্ণালংকার লুট
হোম পেজ » পিরোজপুর » সিসিটিভিতে ধরা প্রতারক চক্র, দুই টিমে তদন্ত নেছারাবাদে ‘ডেভিলস ব্রেথ’ প্রয়োগে নারী পথচারীর স্বর্ণালংকার লুট

সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ইন্দুরহাট মিয়ার হাট বন্দরের ব্রিজে কথিত ‘ডেভিলস ব্রেথ’ বা শয়তানের নিঃশ্বাস প্রয়োগ করে এক নারী পথচারীর কাছ থেকে প্রায় তিন লাখ টাকার স্বর্ণালংকার লুটের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে ওই নারী প্রতারক চক্রের খপ্পরে পড়েন বলে থানা সূত্রে জানা গেছে।
পুলিশ জানায়, কৌশলে কথাবার্তার একপর্যায়ে ভুক্তভোগী নারী স্বাভাবিক বোধশক্তি হারিয়ে ফেলেন এবং অজান্তেই নিজের স্বর্ণালংকার প্রতারকদের হাতে তুলে দেন। ঘটনার পর ভুক্তভোগীর পরিবার নেছারাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ দ্রুত দুটি পৃথক তদন্ত টিম গঠন করে।
সংগৃহীত সিসিটিভি ফুটেজে টুপি-পাঞ্জাবি পরিহিত দাড়িওয়ালা এক বৃদ্ধ ও তার এক সহযোগীকে দেখা গেছে। ফুটেজ অনুযায়ী, তারা দুপুর ১২টা ১৪ মিনিট থেকে ১২টা ২৬ মিনিটের মধ্যে মাত্র ১০-১২ মিনিটে ঘটনাটি সংঘটিত করে স্বর্ণালংকার নিয়ে মিয়ার হাটের বিভিন্ন গলি হয়ে পালিয়ে যায়। পরে তারা বিএনপি অফিসের সামনে দিয়ে ফাগুন ফ্যাশন ও আদর ফ্যাশনের গলি পেরিয়ে পুরনো রোডের মাছ বাজারের দিকে চলে যায়।
নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ জানান, লিখিত অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই তদন্ত শুরু করা হয়েছে। সবার সহযোগিতা পেলে দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা সম্ভব হবে।
বাংলাদেশ সময়: ২২:০০:৫৯ ● ২৮ বার পঠিত
