বুধবার ● ১৪ জানুয়ারী ২০২৬
বরগুনায় বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা
হোম পেজ » বরগুনা » বরগুনায় বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
তিন বছর ধরে প্রেম ও বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। তরুণীর বাবা বাদী হয়ে বুধবার বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন। ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মো. ওসমান গনি মামলাটি গ্রহণ করে বরগুনা জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে সাত দিনের মধ্যে অনুসন্ধান প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
মামলায় প্রধান আসামি করা হয়েছে বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের পশুয়া গ্রামের বাবুল ডাকুয়ার ছেলে মো. হৃদয় (২৫)। অপর সহযোগী আসামি হিসেবে তার বাবা বাবুল ডাকুয়া ও মা মোর্শেদার নাম উল্লেখ করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) রনজুয়ারা সিপু।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সাল থেকে হৃদয় বাদীর মেয়েকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিল। পরিবার বাধা দিলেও তিনি মেয়েটির পিছু ছাড়েননি। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি পারিবারিকভাবে জানাজানি হলে বাদী আসামির পরিবারকে জানান, মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ হলে বিয়ে দেওয়া হবে। অভিযোগে বলা হয়েছে, এই সুযোগে হৃদয় বিয়ের প্রলোভন দেখিয়ে গোপনে একাধিকবার তরুণীকে ধর্ষণ করেন।
এজাহারে আরও উল্লেখ করা হয়, সর্বশেষ গত বছরের ১৯ ডিসেম্বর বাদীর অনুপস্থিতিতে হৃদয় ঘরে প্রবেশ করে বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে ধর্ষণ করেন। বিষয়টি জানাজানি হলে বাদী ও তার পরিবার আসামিকে বিয়ের জন্য চাপ দিলে তিনি এতে অস্বীকৃতি জানান।
বাদী অভিযোগ করে বলেন, তার নাবালিকা মেয়েকে ২০২২ সাল থেকে বিয়ের কথা বলে গোপনে ধর্ষণ করা হয়েছে, যা তারা আগে জানতে পারেননি। বর্তমানে আসামি ও তার পরিবার বিয়েতে রাজি না হওয়ায় তিনি আইনের আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।
এ বিষয়ে অভিযুক্ত হৃদয়ের বক্তব্য জানার চেষ্টা করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
বাংলাদেশ সময়: ১৭:১৭:০৮ ● ৫০ বার পঠিত
