রবিবার ● ১১ জানুয়ারী ২০২৬

যুবদল নেতাকে দাওয়াত না দেওয়ায় আমতলীতে জলবায়ু প্রকল্পের সভা পণ্ড

হোম পেজ » বরগুনা » যুবদল নেতাকে দাওয়াত না দেওয়ায় আমতলীতে জলবায়ু প্রকল্পের সভা পণ্ড
রবিবার ● ১১ জানুয়ারী ২০২৬


 

যুবদল নেতাকে দাওয়াত না দেওয়ায় আমতলীতে জলবায়ু প্রকল্পের সভা পণ্ড

সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)

বরগুনার আমতলীতে জলবায়ু ও দুর্যোগ সহনশীল ক্ষুদ্রাকার পানি সম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় আয়োজিত মতবিনিময় সভায় মাস্ক পরিহিত সন্ত্রাসীদের হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নারী ও প্রকল্প কর্মকর্তাসহ অন্তত সাতজন আহত হয়েছেন। আহতদের মধ্যে ডালিম ও মঈনকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শনিবার সন্ধ্যায় আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের চালিতাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এতে কয়েক কোটি টাকার খাল খনন প্রকল্প বাস্তবায়ন অনিশ্চয়তার মুখে পড়েছে।

 

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উদ্যোগে জলবায়ু ও দুর্যোগ সহনশীল ক্ষুদ্রাকার পানি সম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের অধীনে চাওড়া ইউনিয়নের পাতাকাটা এলাকায় খাল খনন কাজ বাস্তবায়নের লক্ষ্যে শনিবার বিকেলে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন প্রকল্প পরিচালক মো. এনামুল কবির এবং সভাপতিত্ব করেন এলজিইডি বরগুনার নির্বাহী প্রকৌশলী মো. মেহেদী হাসান। এতে আমতলী উপজেলা প্রকৌশলী ইদ্রিস আলীসহ দুই শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

 

অভিযোগ রয়েছে, সভা শুরুর প্রায় এক ঘণ্টা পর সোহাগ, নাশির, অসীম ও মিরাজের নেতৃত্বে ৩০-৩৫ জন মাস্ক পরিহিত সন্ত্রাসী সভাস্থলে অতর্কিত হামলা চালায়। এ সময় তারা প্রকল্প পরিচালক ও এলজিইডির কর্মকর্তাদের লাঞ্ছিত করে এবং নারীসহ উপস্থিত কয়েকজনকে মারধর করে। এতে সাতজন আহত হন এবং সভাটি পণ্ড হয়ে যায়। হামলাকারীরা সভা নিয়ে বাড়াবাড়ি করলে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরিস্থিতির কারণে প্রকল্প পরিচালকসহ এলজিইডির কর্মকর্তারা পাশের একটি বাড়িতে আশ্রয় নেন।

 

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন নারী সাগরকন্যাকে জানান, হামলাকারীরা সভায় ঢুকেই যুবদল নেতা রাকিবকে দাওয়াত না দিয়ে প্রকল্প বাস্তবায়ন করা যাবে না বলে হুমকি দেয়। এরপরই তারা মারধর শুরু করে। হামলার সময় আতঙ্কে কয়েকজন নারী অসুস্থ হয়ে পড়েন এবং নারী-পুরুষ মিলিয়ে একাধিক ব্যক্তি আহত হন।

 

আহত ডালিম বলেন, কিছু বুঝে ওঠার আগেই সন্ত্রাসীরা হামলা চালায়। আমাকে এবং আরও কয়েকজন নারী ও অতিথিকে মারধর করা হয়।

আমতলী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী জামান রাকিব বলেন, তিনি এলাকায় নির্বাচন করবেন এবং এলাকায় কী হচ্ছে সে বিষয়ে অবগত থাকেন। তার দাবি, সেখানে যুবলীগের কিছু নেতাকর্মী সভা করছিল, তাই স্থানীয় লোকজন গিয়ে সভা বন্ধ করে দেয়।

 

আমতলী উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী মো. ইদ্রিস আলী বলেন, কেন হামলা হয়েছে তা তিনি জানেন না। প্রকল্প পরিচালকের সামনে এমন ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং এতে এলাকারই ক্ষতি হয়েছে।

আমতলী থানার ওসি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রাশেদ মাহমুদ রোকনুজ্জামান জানান, ওই হামলার ঘটনায় একজন আহতকে হাসপাতালে ভর্তি করে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী জানান, বিষয়টি তিনি শুনেছেন এবং বিস্তারিত জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন।

 

এলজিইডি বরগুনার নির্বাহী প্রকৌশলী মো. মেহেদী হাসান বলেন, সন্ত্রাসীদের তাণ্ডবে সভা শেষ না করেই ফিরে আসতে হয়েছে। এতে এলাকার উন্নয়ন বাধাগ্রস্ত হলো।

প্রকল্প পরিচালক মো. এনামুল কবির বলেন, এ ধরনের ঘটনায় জলবায়ু প্রকল্পের খাল খনন কাজ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, যা এলাকার জন্য বড় ক্ষতি।

বাংলাদেশ সময়: ১৮:৫৮:৩৪ ● ৫৭ বার পঠিত