শনিবার ● ১০ জানুয়ারী ২০২৬
কলাপাড়ায় মৎস্যজীবীদের অধিকার ও উন্নয়নে নেটওয়ার্ক সভা
হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়ায় মৎস্যজীবীদের অধিকার ও উন্নয়নে নেটওয়ার্ক সভা

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ-এর উদ্যোগে ফিশনেট প্রকল্পের আওতায় কলাপাড়া উপজেলায় উপজেলা পর্যায়ের বহুপক্ষীয় (মাল্টিস্টেকহোল্ডার) মৎস্যজীবী নেটওয়ার্কের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ওসান গ্রান্টস প্রোগ্রাম ও ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট-এর আর্থিক সহায়তায় শনিবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় ১৫ সদস্যের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন নেটওয়ার্কের সভাপতি মো. রহুল আমিন হাওলাদার। উপস্থিত ছিলেন নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান, প্রচার সম্পাদক এস এম আলমগীর হোসেনসহ অন্যান্য সদস্যরা। সভায় সমবায় সমিতি গঠন, খাল পুনঃখনন কর্মসূচি এবং নেটওয়ার্কের বাৎসরিক সভা আয়োজনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এ সময় নেটওয়ার্কের সহ-সভাপতি কালাম হাওলাদার জানান, ইতোমধ্যে নেটওয়ার্কের সহযোগিতায় তিনটি সমবায় সমিতি গঠন করা হয়েছে এবং আরও দুটি সমবায় সমিতি গঠনে সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় সিদ্ধান্ত হয়, সরকার কর্তৃক লিজযোগ্য বদ্ধ জলাশয়গুলোর তথ্য সংগ্রহ করা হবে। আগামী পহেলা মাঘ থেকে সরকার জলাশয় লিজ প্রদানের জন্য দরপত্র আহ্বান করবে- এ প্রেক্ষিতে সমবায়ের মাধ্যমে জলাশয় লিজ নিতে নেটওয়ার্ক প্রয়োজনীয় সহযোগিতা করবে। পাশাপাশি সরকারি তালিকাভুক্ত হলেও দরপত্রের আওতায় না আসা বদ্ধ জলমহালগুলোর তালিকা প্রস্তুত করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিজ প্রদানের প্রস্তাব দেওয়া হবে।
পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে অগ্রাধিকারভিত্তিতে খাল পুনঃখননের বিষয়েও সভায় আলোচনা হয়। এর আগে উপজেলা পানি কমিটি ও নেটওয়ার্ক প্রতিনিধিদের নিয়ে কলাপাড়া পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় প্রদত্ত তালিকা থেকে পুনঃখননের জন্য যেসব খাল অগ্রাধিকার পেয়েছে সেগুলো হলো- ৪৭/১ মহিপুর পোল্ডারের আওতায় দরজার খাল, লাল গরুর খাল ও বড়াইতলা খাল এবং ৪৮ নম্বর কুয়াকাটা ৪৭/১ পোল্ডারের আওতায় লক্ষীর খাল ও কলইপাড়া খাল।
সভায় আরও সিদ্ধান্ত হয়, আগামী ফেব্রুয়ারি ২০২৬ মাসে ফিশনেট প্রকল্পের আওতায় ছয়টি উপজেলার প্রতিনিধিদের অংশগ্রহণে নেটওয়ার্কের বাৎসরিক সভা কলাপাড়া উপজেলায় অনুষ্ঠিত হবে। ওই সভায় কলাপাড়া উপজেলা নেটওয়ার্কের বাস্তবায়িত কার্যক্রম উপস্থাপন করা হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। সভা পরিচালনা করেন মো. মিজানুর রহমান, অ্যাডভোকেসি অফিসার, ফিশনেট প্রকল্প, উত্তরণ, খুলনা এবং আবু এমরান, এরিয়া ম্যানেজার, ফিশনেট প্রকল্প, উত্তরণ, কলাপাড়া।
বাংলাদেশ সময়: ২১:০৩:৩৬ ● ২৬ বার পঠিত
