শুক্রবার ● ২ জানুয়ারী ২০২৬

খালেদা জিয়ার মাগফিরাত কামনায় মির্জাগঞ্জে দোয়া অনুষ্ঠিত

হোম পেজ » পটুয়াখালী » খালেদা জিয়ার মাগফিরাত কামনায় মির্জাগঞ্জে দোয়া অনুষ্ঠিত
শুক্রবার ● ২ জানুয়ারী ২০২৬


খালেদা জিয়ার মাগফিরাত কামনায় মির্জাগঞ্জে দোয়া অনুষ্ঠিত

সাগরকন্যা প্রতিবেদক, মির্জাগঞ্জ (পটুয়াখালী)
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পটুয়াখালীর মির্জাগঞ্জে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) আছর নামাজের পর দেউলি সুবিদখালী ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে উপজেলা বিএনপির উদ্যোগে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। উপজেলা বিএনপির সহ সভাপতি মোঃ আইউব খান দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
উপজেলা বিএনপির সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ মোবারক আলী মুন্সী প্রয়াত বেগম খালেদা জিয়ার কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাগঞ্জ উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক গোলাম কবির খান বাদশা, উপজেলা কৃষক দলের আহ্বায়ক আতাহার আলী খন্দকার ও মোঃ আজম খান। দোয়া পরিচালনা করেন চরখালী সমবায় মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা আবদুল মালেক।
মিলাদ ও দোয়া অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও কৃষকদলের নেতাকর্মী এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। একই দিনে কাকড়াবুনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ লতিফ মৃধার উদ্যোগে কাকড়াবুনিয়া বাজারেও প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ১৮:৫৩:২৫ ● ৪০ বার পঠিত