বৃহস্পতিবার ● ১ জানুয়ারী ২০২৬

ঘন কুয়াশায় বাগড়া নতুন বছরের সূর্যকে স্বাগত জানাতে কুয়াকাটায় পর্যটকদের ভিড়

হোম পেজ » পর্যটন » ঘন কুয়াশায় বাগড়া নতুন বছরের সূর্যকে স্বাগত জানাতে কুয়াকাটায় পর্যটকদের ভিড়
বৃহস্পতিবার ● ১ জানুয়ারী ২০২৬


 

ঘন কুয়াশায় বাগড়া নতুন বছরের সূর্যকে স্বাগত জানাতে কুয়াকাটায় পর্যটকদের ভিড়

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)

নতুন বছরের প্রথম সূর্যোদয় উপভোগ করতে বৃহস্পতিবার ভোররাত থেকেই কুয়াকাটার বিভিন্ন পর্যটন স্পটে পর্যটকদের ভিড় লক্ষ্য করা গেছে। জিরো পয়েন্ট, ঝাউবাগান, গঙ্গামতি, চরগঙ্গামতি ও লাল কাঁকড়ার চরে ছিল বাড়তি আনাগোনা। তবে ঘন কুয়াশার কারণে প্রত্যাশিতভাবে সূর্যোদয়ের দৃশ্য উপভোগ করা সম্ভব না হলেও শিশিরে ভেজা কুয়াশাচ্ছন্ন পরিবেশে মুগ্ধ হন দর্শনার্থীরা।

এর আগে বুধবার কুয়াকাটার তিন নদীর মোহনা, লেম্বুরবন ও শুটকি পল্লীতে নির্বিঘ্নে বছরের শেষ সূর্যাস্ত উপভোগ করেন পর্যটকরা। সংশ্লিষ্টদের মতে, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর কারণে গত বছরের তুলনায় এবার পর্যটকের সংখ্যা কিছুটা কম। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ট্যুরিস্ট পুলিশসহ প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

ঢাকা থেকে আগত পর্যটক আরমান বলেন, গতকাল বছরের শেষ সূর্যাস্ত দেখেছি, আজ নতুন বছরের সূর্য দেখতে এসেছিলাম। কুয়াশার কারণে সূর্য স্পষ্ট দেখা না গেলেও পরিবেশ ছিল দারুণ মনোরম।

কুয়াকাটা পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক জানান, নতুন বছর উপলক্ষে পর্যটকদের নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনায় প্রশাসন প্রস্তুত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪:৫৭:৫৪ ● ৩২ বার পঠিত