সোমবার ● ২৯ ডিসেম্বর ২০২৫
চরফ্যাশনে পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
হোম পেজ » ভোলা » চরফ্যাশনে পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

সাগরকন্যা প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)
ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পাঁচজন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।
উপজেলা রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, বিএনপির মনোনীত প্রার্থী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ মোস্তফা কামাল, ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী সহকারী অধ্যাপক কামাল হোসেন, জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল এবং আমজনতার দলের মনোনীত প্রার্থীরা পৃথক পৃথকভাবে মনোনয়নপত্র জমা দেন।
রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ের মধ্যেই এসব প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়ন যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।
বাংলাদেশ সময়: ২১:১৩:১২ ● ২৪ বার পঠিত
