রবিবার ● ২৮ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার সুস্থতা কামনা কলাপাড়ায় পৌর মহিলা দলের দোয়া মোনাজাত
হোম পেজ » পটুয়াখালী » খালেদা জিয়ার সুস্থতা কামনা কলাপাড়ায় পৌর মহিলা দলের দোয়া মোনাজাত

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কলাপাড়ায় পৌর মহিলা দলের উদ্যোগে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে কলাপাড়া পৌর বিএনপির কার্যালয়ে এ দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন সিকদার, পৌর বিএনপির সভাপতি গাজী ফারুক এবং সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী।
পৌর মহিলা দলের সভানেত্রী ফারজানা শাম্মী ফ্লোরা’র সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মোনাজাতের পূর্বে বক্তব্য রাখেন উপজেলা মহিলা দলের সভানেত্রী সালমা আক্তার লিলি, সাধারণ সম্পাদক মোসাঃ নার্গিস বেগম, পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক মনি বেগম, সাংগঠনিক সম্পাদক লাইজু আক্তারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বাংলাদেশ সময়: ২০:৩২:২০ ● ৪০ বার পঠিত
