শনিবার ● ২৭ ডিসেম্বর ২০২৫
দীপু দাস হত্যা: দ্রুত বিচারের দাবিতে দশমিনায় মানববন্ধন
হোম পেজ » পটুয়াখালী » দীপু দাস হত্যা: দ্রুত বিচারের দাবিতে দশমিনায় মানববন্ধন

সাগরকন্যা প্রতিবেদক, দশমিনা (পটুয়াখালী)
ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে দীপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যা এবং মরদেহ গাছে ঝুলিয়ে আগুনে পোড়ানোর ঘটনায় পটুয়াখালীর দশমিনায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় দশমিনা উপজেলা পরিষদের সামনে সড়কে সর্বস্তরের জনগণের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম শানু, যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুজ্জামান বাদল, যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট এনামুল হক রতন, সদস্য সচিব শামীম খান, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আল আমিন মোল্লা, গণঅধিকার পরিষদের পটুয়াখালী জেলা যুগ্ম আহ্বায়ক আবুল কালাম পঞ্চায়েত, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট উত্তম কুমার কর্মকার ও সাধারণ সম্পাদক দেবাশিষ মজুমদার রতন, সাংবাদিক ফয়েজ আহম্মেদ, সঞ্জয় ব্যানার্জী, সাফায়েত হোসেন, পুরোহিত ননীগোপাল চক্রবর্তী এবং বেতাগী সানকিপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য পশারী রানী প্রমুখ।
বক্তারা বলেন, ধর্ম অবমাননার নামে এমন নৃশংস হত্যাকাণ্ড সমাজ ও মানবতার জন্য ভয়াবহ হুমকি। তারা অবিলম্বে প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার ও দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান।
উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর রাতে ধর্ম অবমাননার অভিযোগ তুলে উত্তেজিত জনতা দীপু চন্দ্র দাসকে গণপিটুনিতে হত্যা করে। পরে তার মরদেহ বিবস্ত্র করে গাছে ঝুলিয়ে আগুনে পোড়ানো হয়। এ ঘটনায় নিহতের ছোট ভাই অপু দাস ১৯ ডিসেম্বর ভালুকা থানায় নামীয় ১৫০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
বাংলাদেশ সময়: ১২:৪০:১৪ ● ৪৯ বার পঠিত
