শুক্রবার ● ২৬ ডিসেম্বর ২০২৫

সভাপতি হাফিজ, সম্পাদক জাফর বরগুনা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

হোম পেজ » গণমাধ্যম » সভাপতি হাফিজ, সম্পাদক জাফর বরগুনা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন
শুক্রবার ● ২৬ ডিসেম্বর ২০২৫


 

সভাপতি হাফিজ ও সম্পাদক জাফর

সাগরকন্যা প্রতিবেদন, বরগুনা

বরগুনা প্রেসক্লাবের বাৎসরিক কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর বরগুনা জেলা সংবাদদাতা মো. হাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক সমকালের বরগুনা প্রতিনিধি আবু জাফর মো. সালেহ।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১০টায় বরগুনা প্রেসক্লাবের নিজস্ব মিলনায়তনে ক্লাবের ৪৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে রাতে প্রধান নির্বাচন কমিশনার জাকির হোসেন মিরাজ আংশিক ফলাফল ঘোষণা করেন।

কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে সিনিয়র সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক ইত্তেফাকের বরগুনা প্রতিনিধি মইনুল আবেদীন সুমন এবং যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ডিবিসি টেলিভিশনের বরগুনা প্রতিনিধি মালেক মিঠু।

প্রধান নির্বাচন কমিশনার জাকির হোসেন মিরাজ জানান, সভাপতি ও সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন সম্পন্ন হয়েছেন। অন্য পদগুলো নবগঠিত কমিটি আলোচনার মাধ্যমে নির্ধারণ করবে। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন প্রেসক্লাবের সদস্য রিয়াজ আহমেদ মুসা ও সাইফুল ইসলাম মিরাজ।

নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের বক্তব্যে বলেন, তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের সর্বোচ্চ চেষ্টা করবেন। তারা আরও বলেন, সাংবাদিকদের পেশাদারিত্ব ও মর্যাদা সমুন্নত রাখা হবে এবং নবীন সাংবাদিকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। ঐতিহ্যবাহী বরগুনা প্রেসক্লাবের সুনাম অতীতের মতো অক্ষুণ্ণ রাখতে তারা অঙ্গীকারবদ্ধ।

এ সময় নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক বিদায়ী সভাপতি, সাধারণ সম্পাদকসহ কমিটির অন্যান্য কর্মকর্তা, সদস্য এবং নির্বাচন কমিশনারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বাংলাদেশ সময়: ১৬:০৫:১৫ ● ৫৫ বার পঠিত