বুধবার ● ২৪ ডিসেম্বর ২০২৫
গৌরনদীতে রাতের আঁধারে সীমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ
হোম পেজ » বরিশাল » গৌরনদীতে রাতের আঁধারে সীমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
বরিশালের গৌরনদী পৌরসভার উত্তর বিজয়পুর মহল্লায় রাতের আঁধারে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালিয়ে একটি বাড়ির সীমানা প্রাচীর ভেঙে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
অভিযোগে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত হামার, হাতুড়ি, ড্রিল মেশিন ও শাবলসহ দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষরা বাড়ির লোকজনকে জিম্মি করে সীমানা প্রাচীর গুড়িয়ে দেয়। বাধা দিলে ইটপাটকেল নিক্ষেপ ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরে পরিবারের পক্ষ থেকে ৯৯৯ নম্বরে ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ আসার খবরে হামলাকারীরা পালিয়ে যায়।
এ ঘটনায় জমির মালিক আ. মজিদ হাওলাদারের পুত্র বিএনপি নেতা মো. মোস্তফা হাওলাদার বাদী হয়ে আজ বুধবার ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১২ জনের বিরুদ্ধে গৌরনদী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। একই সঙ্গে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসকের কাছেও অভিযোগ করা হয়েছে।
গৌরনদী মডেল থানার ওসি মো. তারিক হাসান রাসেল জানান, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৯:৩৮:১৭ ● ৯৭ বার পঠিত
