বুধবার ● ২৪ ডিসেম্বর ২০২৫
আমতলীতে কৃষকের জমির ধান কেটে নেওয়ার অভিযোগ
হোম পেজ » বরগুনা » আমতলীতে কৃষকের জমির ধান কেটে নেওয়ার অভিযোগ

সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)
বরগুনার আমতলী উপজেলায় এক কৃষকের জমির ধান কেটে লুট করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। জমির মালিক আব্দুল মান্নান আকনের দাবি, মনিরুল আকনের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি তার জমির ধান কেটে নিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে উপজেলার পশ্চিম সোনাখালী গ্রামে।
জানা গেছে, পশ্চিম সোনাখালী গ্রামের আব্দুল মান্নান আকন ২০১৬ সালের ২৫ অক্টোবর একই এলাকার রাহিমা বেগমের কাছ থেকে ২৩ নম্বর সোনাখালী মৌজার ৩০১ নম্বর খতিয়ানের ২৬ শতাংশ জমি ক্রয় করেন। তিনি দাবি করেন, ক্রয়ের পর থেকে গত ৯ বছর ধরে ওই জমি তিনি ভোগদখল করে আসছেন।
অভিযোগে বলা হয়, বুধবার সকালে মনিরুল আকনের নেতৃত্বে শাহিনুর বেগম ও তাদের সঙ্গে থাকা কয়েকজন ব্যক্তি ওই জমিতে প্রবেশ করে ধান কেটে নিয়ে যায়। এতে বাধা দিতে গেলে আব্দুল মান্নান আকনকে লাঞ্ছিত করা হয়।
খবর পেয়ে গাজীপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জমির মালিক আব্দুল মান্নান আকন বলেন, ২০১৬ সালে বৈধভাবে জমিটি কিনে দীর্ঘদিন ধরে ভোগদখল করছি। বুধবার জোরপূর্বক আমার জমির ধান কেটে নিয়ে গেছে। বাধা দিলে আমাকে লাঞ্ছিত করা হয়।
তবে মনিরুল আকন ধান লুটের অভিযোগ অস্বীকার করে সাগরকন্যাকে বলেন, শাহিনুর বেগম তার নিজের জমির ধান কেটেছেন। এ ঘটনায় তার কোনো সম্পৃক্ততা নেই।
গাজীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই হানিফ মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছে। কিছু ধান কাটা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। উভয় পক্ষকে ডাকা হয়েছে। তাদের বক্তব্য শুনে পরবর্তী আইনগতনব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৮:০৯:২৮ ● ৪৬ বার পঠিত
