বুধবার ● ২৪ ডিসেম্বর ২০২৫

পটুয়াখালী-৩ আসনে ভিপি নুরের পক্ষে মনোনয়ন সংগ্রহ

হোম পেজ » লিড নিউজ » পটুয়াখালী-৩ আসনে ভিপি নুরের পক্ষে মনোনয়ন সংগ্রহ
বুধবার ● ২৪ ডিসেম্বর ২০২৫


 

পটুয়াখালী-৩ আসনে ভিপি নুরের পক্ষে মনোনয়ন সংগ্রহ

সাগরকন্যা প্রতিবেদক, দশমিনা (পটুয়াখালী)

পটুয়াখালী-৩ (দশমিনা–গলাচিপা) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

বুধবার দুপুরে দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলামের কার্যালয় থেকে উপজেলা গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

মনোনয়ন সংগ্রহ শেষে নেতাকর্মীরা জানান, পটুয়াখালী-৩ আসনে জনগণের ব্যাপক সমর্থন রয়েছে ভিপি নুরুল হক নুরের পক্ষে। তারা আশা প্রকাশ করেন, নির্বাচনে বিজয়ী হলে এলাকায় দখল হয়ে যাওয়া চরাঞ্চলের জমি সঠিক কাগজপত্র যাচাই করে প্রকৃত মালিকদের কাছে বুঝিয়ে দেওয়া হবে।

নেতাকর্মীদের মতে, এতে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা পাবে এবং মানবতার বিজয় নিশ্চিত হবে। তারা আরও জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আগামী ১২ ফেব্রুয়ারি ট্রাক প্রতীকে ভোট দিয়ে ভিপি নুরুল হক নুরকে বিজয়ী করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা বলেন, দক্ষিণাঞ্চলের মানুষের অধিকার আদায়ে ভিপি নুর একজন আপসহীন নেতা। আগামী ১২ ফেব্রুয়ারি ট্রাক মার্কায় ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার আহ্বান জানান তারা।

এ সময় দশমিনা ও গলাচিপা উপজেলার গণঅধিকার পরিষদসহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:১৩:৩৩ ● ৪৯ বার পঠিত