বৃহস্পতিবার ● ১৮ ডিসেম্বর ২০২৫
দুমকিতে অটোবাইক ছিনতাই, ভাঙা ব্রিজের পাশে চালকের মরদেহ উদ্ধার
হোম পেজ » পটুয়াখালী » দুমকিতে অটোবাইক ছিনতাই, ভাঙা ব্রিজের পাশে চালকের মরদেহ উদ্ধার
সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)
পটুয়াখালীর দুমকি উপজেলায় অটোবাইক ছিনতাইয়ের ঘটনায় চালককে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে পটুয়াখালী–বরিশাল মহাসড়কের বাকেরগঞ্জের ভাঙা ব্রিজ এলাকায় রাস্তার পাশে অটোবাইক চালক মো. শাকিব হাওলাদার (২৫)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহত শাকিব হাওলাদার দুমকি উপজেলার চরবয়েড়া গ্রামের জসিম হাওলাদারের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার রাত আনুমানিক ৮টার দিকে শাকিব তার অটোবাইক নিয়ে দুমকি থেকে বাকেরগঞ্জ বাসস্ট্যান্ডের উদ্দেশ্যে দুইজন যাত্রী বহন করে রওনা দেন। এরপর থেকে তিনি আর বাড়ি ফেরেননি।
আজ(বৃহস্পতিবার) সকালে বাকেরগঞ্জের ভাঙা ব্রিজ এলাকার রাস্তার পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা বাকেরগঞ্জ থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নেয়। পরে নিখোঁজ শাকিবের বাবা জসিম হাওলাদার শ্রীরামপুর ইউনিয়নের নয়ন দফাদারকে সঙ্গে নিয়ে বাকেরগঞ্জ থানায় উপস্থিত হয়ে মরদেহটি তার ছেলের বলে শনাক্ত করেন।
পরিবারের দাবি, যাত্রী সেজে আসা ছিনতাইকারী চক্র শাকিবকে হত্যা করে তার অটোবাইক ছিনতাই করে নিয়ে গেছে। তবে অটোবাইকটির কোনো সন্ধান এখনো পাওয়া যায়নি।
বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: আবুল কালাম আজাদ জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর অপেক্ষায় রয়েছে।
দুমকি থানার ওসি মো: সেলিম উদ্দিন বলেন, বাকেরগঞ্জ এলাকায় লাশ উদ্ধার হওয়ায় সেখান থেকেই বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে নিহতের স্বজনদের কাছ লাশ হস্তান্তর করা হবে।
এদিকে, চালক হত্যার ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও ছিনতাই চক্র দমনে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এমআর
বাংলাদেশ সময়: ১৪:৫২:০৩ ● ৪৩ বার পঠিত
