শুক্রবার ● ১২ ডিসেম্বর ২০২৫
বিএনপির নির্বাচনী কার্যক্রম বর্জনের হুমকি চরফ্যাশনে যুবদল নেতার মুক্তির দাবিতে বিক্ষোভ
হোম পেজ » লিড নিউজ » বিএনপির নির্বাচনী কার্যক্রম বর্জনের হুমকি চরফ্যাশনে যুবদল নেতার মুক্তির দাবিতে বিক্ষোভ

সাগরকন্যা প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)
ভোলার চরফ্যাশন উপজেলার চরমানিকা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও বর্তমান ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মনির খলিফা এবং তার ছোট ভাই সোহেল খলিফার মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ৮টার দিকে চরমানিকা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পুরান মানিকা বাজারে তাদের অনুসারীরা এই কর্মসূচি পালন করেন। সমাবেশে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় নারী-পুরুষ অংশ নেন।
ঘণ্টাব্যাপী সমাবেশে বক্তব্য রাখেন মনির খলিফার ছোট ভাই সালাউদ্দিন খলিফা, ফোরকান হাওলাদার, সোহেব হাওলাদার, সাইফুল হাওলাদার, ছালেয়া বেগম ও রিপা বেগম।
বক্তারা বলেন, দীর্ঘদিন বিএনপি রাজনীতিতে সক্রিয় মনির খলিফা ও তার ছোট ভাই সোহেলকে রাজনৈতিক প্রতিপক্ষরা মিথ্যা চাঁদাবাজি মামলায় জড়িয়েছেন। পুলিশ তদন্ত না করেই বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে তাদের গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে। জনপ্রিয় যুবনেতাকে গ্রেপ্তার করা রাজনৈতিকভাবে অশুভ সংকেত বলে মন্তব্য করেন তারা।
বক্তারা আরও বলেন, রবিবারের মধ্যে দুই ভাইকে মুক্তি না দিলে চরমানিকা ইউনিয়নের তিনটি ওয়ার্ডের প্রায় ১১ হাজার ভোটারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জাতীয় নির্বাচনসহ দলের সব নির্বাচনী কার্যক্রম বর্জন করবেন। এছাড়া মামলা প্রত্যাহার না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।
দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান কবির জানান, আমেনা বেগম নামে এক নারীর দায়ের করা চাঁদাবাজি মামলায় মনির খলিফা ও তার ভাই সোহেলকে বৃহস্পতিবার গ্রেপ্তার করে আদালতের নির্দেশে জেলহাজতে পাঠানো হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২২:৩৭:৪৫ ● ২৯ বার পঠিত
