সোমবার ● ৮ ডিসেম্বর ২০২৫
শিবগঞ্জে যুবদল কর্মী নয়নকে কুপিয়ে হত্যা
হোম পেজ » রাজশাহী » শিবগঞ্জে যুবদল কর্মী নয়নকে কুপিয়ে হত্যা
সাগরকন্যা প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নয়ন আলী নামে এক যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নয়ন উপজেলার নয়ালাভাঙা ইউনিয়নের মোড়লটোলা গ্রামের আব্দুল করিমের ছেলে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় বাবুপুর মোড় এলাকায় দুর্বৃত্তরা নয়নকে চাপাতি দিয়ে দুই হাত ও দুই পায়ে কুপিয়ে রেখে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থা অবনতি হলে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
জেলা হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার ডা. ইসারুল ইসলাম তুষার জানান, দুই হাত ও পায়ে গুরুতর জখম থাকায় উন্নত চিকিৎসার জন্য নয়নকে রামেকে পাঠানো হয়।
রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস জানান, নয়নকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ুন কবির বলেন, নয়নের রাজনৈতিক পরিচয় এখনো নিশ্চিত নয়। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। ঘাতকদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এই/এমআর
বাংলাদেশ সময়: ২৩:১৯:৫৮ ● ৩০ বার পঠিত
