সোমবার ● ৮ ডিসেম্বর ২০২৫

গৌরনদীতে সিসিডিবির অনুদান বিতরণ

হোম পেজ » বরিশাল » গৌরনদীতে সিসিডিবির অনুদান বিতরণ
সোমবার ● ৮ ডিসেম্বর ২০২৫


গৌরনদীতে সিসিডিবির অনুদান বিতরণ

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

গৌরনদীতে খ্রীষ্টিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি) এর উদ্যোগে উপকারভোগীদের জীবন-জীবিকার মান উন্নয়নে সমিতি পর্যায়ে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২টায় সিসিডিবির গৌরনদী এরিয়া অফিসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিসিডিবি সিপিআরপি গৌরনদীর ব্যবস্থাপক সুদীপন খিসা। প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইব্রাহিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা, উপজেলা সমবায় কর্মকর্তা আফসানা সাখী, গৌরনদী প্রেসক্লাবের আহ্বায়ক ও পৌর নাগরিক কমিটির সভাপতি জহুরুল ইসলাম জহির এবং এনজিও সমন্বয় কমিটির সভাপতি প্রেমানন্দ ঘারামী।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিসিডিবির প্রোগ্রাম অফিসার উজ্জ্বল রত্ন, একাউন্টস অফিসার ডেভিট লিটন দাস, মানবাধিকার সংগঠক আবু সালেক মামুন এবং সাংবাদিক সোলায়মান তুহিন।

অনুষ্ঠানে সিসিডিবির উপকারভোগীদের জীবিকা উন্নয়নে ৯টি ফোরামের সদস্যদের মধ্যে মোট ১০ লাখ ৮০ হাজার টাকার অনুদানের চেক হস্তান্তর করা হয়। পাশাপাশি কম্পিউটার প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সনদ প্রদান করা হয়।

এমএইচ/এমআর

বাংলাদেশ সময়: ১৪:৫৩:১৫ ● ৩৮ বার পঠিত