রবিবার ● ৭ ডিসেম্বর ২০২৫
চীনা বাজারে কদর বাড়ছে বাংলাদেশের ড্রাই ম্যাংগো ও ম্যাংগো বার’র
হোম পেজ » রাজশাহী » চীনা বাজারে কদর বাড়ছে বাংলাদেশের ড্রাই ম্যাংগো ও ম্যাংগো বার’র
সাগরকন্যা প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ
আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বাংলাদেশি ড্রাই ম্যাংগো ও ম্যাংগোবার নিয়ে চীনা আমদানিকারকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। বাংলাদেশের প্রক্রিয়াজাত কৃষিজ পণ্য চীনে আমদানী করে বাজারজাত করে এমন একটি বহুজাতিক প্রতিষ্ঠানের প্রতিনিধি মেলায় এসে পণ্যটি পরিদর্শন করার পর আমদানির গভীর আগ্রহ প্রকাশ করেন।
মেলায় উপস্থিত ৫টি দেশের ড্রাই ম্যাংগোর প্রদর্শনীর মধ্যে বাংলাদেশের ড্রাই ম্যাংগো রঙ, টেক্সচার ও স্বাদের দিক থেকে সবার চেয়ে সেরা হিসেবে আখ্যায়িত হয়। বিশেষ করে বাহারি রং, নরম অথচ ঝরঝরে টেক্সচার এবং স্বকীয় মিষ্টি স্বাদ চীনা দর্শনার্থী ও ব্যবসায়ীদের মন কাড়ে।
উদ্যোক্তা শামীম আহমেদ খান জানান, আমাদের উৎপাদিত ড্রাই ম্যাংগো চাইনিজরা অত্যন্ত পছন্দ করেছে। বিশ্বমানের একটি পণ্য তৈরি করতে পেরে আমি ভীষণ আনন্দিত। আমাদের টিমের সকলেই একমত-বাংলাদেশে তৈরি ড্রাই ম্যাংগো এই মেলায় প্রদর্শিত সব দেশের পণ্যের মধ্যে ছিল সেরা।
তিনি আরও বলেন, চাঁপাইনবাবগঞ্জ দেশের আমের রাজধানী হিসেবে বিশ্বব্যাপী পরিচিত। এখানকার আমের সুস্বাদু স্বাদ, সুবাস ও অনন্য গুণগত মানই বাংলাদেশের ড্রাই ম্যাংগোকে বিশ্ববাজারে প্রতিযোগিতায় এগিয়ে দিচ্ছে।
চীনে বাংলাদেশি ড্রাই ম্যাংগোর সম্ভাবনা বাড়ায় উদ্যোক্তারা আশাবাদী। প্রক্রিয়াজাত কৃষিপণ্য রপ্তানিতে নতুন বাজার সৃষ্টি হলে দেশের কৃষক, উদ্যোক্তা ও সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এই/এমআর
বাংলাদেশ সময়: ১৭:৫৪:২৩ ● ৪২ বার পঠিত
