রবিবার ● ৭ ডিসেম্বর ২০২৫
বিজয়ের পথে ৭ ডিসেম্বর স্বাধীন বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক স্বীকৃতি ভুটানের
হোম পেজ » মুক্তিযুদ্ধ » বিজয়ের পথে ৭ ডিসেম্বর স্বাধীন বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক স্বীকৃতি ভুটানের

মোঃ মহসীন খান
ডিসেম্বর বাঙালির জন্য স্বাধীনতার অহংকারের মাস। এই সময়ে একে একে মুক্ত হয় শত্রু কবলিত গ্রাম, শহর ও বন্দর। প্রতিদিন নতুন নতুন মুক্ত এলাকায় উড়তে থাকে বিজয় পতাকা।
১৯৭১ সালের ৭ ডিসেম্বর রবিবার, বাংলাদেশকে স্বীকৃতি দেয় ভুটান। এর আগে ৬ ডিসেম্বর ভারতের স্বীকৃতি অর্জন করে বাংলাদেশ। মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম ও প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে সক্রিয় কূটনৈতিক তৎপরতা চালান।
এদিন মুক্তিবাহিনী ও ভারতীয় মিত্রবাহিনীর আক্রমণ জোরদার হয়। বাংলাদেশ-ভারতের মধ্যে যৌথ সহযোগিতা চুক্তি স্বাক্ষর হয়। লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা মুক্তিবাহিনীকে নেতৃত্ব দেবেন।
অন্যদিকে পাকিস্তানি সরকার নূরুল আমিনকে প্রধানমন্ত্রী ও জুলফিকার আলী ভুট্টোকে সহকারি প্রধানমন্ত্রী করে কেন্দ্রীয় কোয়ালিশন সরকার ঘোষণা করে। ভারতীয় চিফ অব স্টাফ জেনারেল শ্যাম মানেকশ’ পাকিস্তানি সেনাদের অবিলম্বে অস্ত্র সমর্পণের আহ্বান জানান।
অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম বিকেল ৪ টায় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে ভাষণ দেন, বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে।
বাংলাদেশ সময়: ৬:৩২:৪৪ ● ৪৯ বার পঠিত
