বৃহস্পতিবার ● ৪ ডিসেম্বর ২০২৫
ছাতকে ইউএনও তরিকুল ইসলামকে বিদায়ী সংবর্ধনা
হোম পেজ » সর্বশেষ » ছাতকে ইউএনও তরিকুল ইসলামকে বিদায়ী সংবর্ধনা
সাগরকন্যা প্রতিবেদক, ছাতক (সুনামগঞ্জ)
সুনামগঞ্জের ছাতকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলামের বদলিজনিত বিদায় উপলক্ষে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (৩ ডিসেম্বর) ছাতক কৃষি অফিসের সম্মেলন কক্ষে এই আয়োজন করা হয়। উপজেলা কৃষি অফিসার জনাব তৌফিক হোসেন খানের সভাপতিত্বে এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. শাহ আলমের সঞ্চালনায় কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা বিদায়ী ইউএনও-কে উষ্ণ অভিনন্দন জানান।এসময় উপসহকারী কৃষি কর্মকর্তা মিল্লাদ হোসেন, এনামুল ইসলাম পারভেজ, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সুহারাব হোসেন স্বাগত বক্তব্য দেন।
সভাপতির বক্তব্যে কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান, মো. তরিকুল ইসলামের দায়িত্বশীলতা, সততা ও বিচক্ষণতার প্রশংসা করেন। উপজেলা প্রশাসনের জটিল পরিস্থিতির মধ্যেও ইউএনও সাহসিকতার সঙ্গে বিভিন্ন সংকট মোকাবিলা করেছেন। কৃষি বিভাগের বিভিন্ন কার্যক্রমে বিশেষ করে তিল উৎপাদন, প্রদর্শনী এবং নার্সারি স্থাপনসহ কৃষকদের সেবায় তাঁর সহযোগিতা ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি ইউএনও-কে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতের জন্য শুভ কামনা জানান।
বিদায়ী বক্তৃতায় ইউএনও মো. তরিকুল ইসলাম কৃষিকে “মানুষের অন্তরের বিভাগ” এবং প্রশাসনকে মানবদেহ ধরলে কৃষি বিভাগকে “হৃদয়” হিসেবে আখ্যায়িত করেন। কৃষি বিভাগ দেশের সার্বিক খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিজের দায়িত্বকালে তিন বীজ কর্মসূচি, মালটা বাগান ও মারওয়া টিলায় প্রায় ৫০০ চারা রোপণের সফলতা তুলে ধরেন তিনি। তিনি ‘স্বপ্নের কল্পতরু’ নামক এই বাগানটি সুন্দরভাবে বিকশিত করার জন্য দায়িত্বপ্রাপ্তদের প্রতি অনুরোধ জানান। বিদায় বেলায় রাষ্ট্রীয় প্রয়োজনে অনিচ্ছাকৃত কষ্টের জন্য ক্ষমাসুন্দর দৃষ্টি কামনা করে তিনি।
এসময় অনুষ্ঠানে উপসহকারী কৃষি কর্মকর্তা মাশরুফ আহমেদ, আশরাফুল আলম, আরিফ চৌধুরী, নারায়ণ বিশ্বাস, জসিম উদ্দিন দূজয়, সাদেক আহমদসহ কৃষি অফিসের সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে বিদায়ী কর্মকর্তার দীর্ঘায়ু, সফলতা ও সুস্বাস্থ্য কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
এএমএল/এমআর
বাংলাদেশ সময়: ১৩:১৮:৫৮ ● ২৯ বার পঠিত
