মঙ্গলবার ● ২ ডিসেম্বর ২০২৫
নেছারাবাদে অগ্নিকাণ্ডে ২ দোকান পুড়ে ছাই
হোম পেজ » পিরোজপুর » নেছারাবাদে অগ্নিকাণ্ডে ২ দোকান পুড়ে ছাই
![]()
সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)
পিরোজপুরের নেছারাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার দিবাগত রাত ২টার দিকে স্বরূপকাঠী পৌরসভার জগৎপট্টি বন্দর এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। এতে মিজান ডেকরেটর ও ছারছীনা হোটেলের মালামালসহ দোকানঘর সম্পূর্ণ পুড়ে প্রায় ২৭ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার কারণ তাৎক্ষণিক নিশ্চিত হওয়া না গেলেও তাদের ধারণা, হোটেলের রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হতে পারে। খবর পেয়ে স্বরূপকাঠী ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
মিজান ডেকরেটরের মালিক মো. মোকলেছুর রহমান বলেন, রাত দুইটার দিকে আগুন লাগার খবর পাই। দ্রুত বাজারে এসে ফায়ার সার্ভিসের সঙ্গে আগুন নেভানোর কাজে অংশ নিই। কিন্তু আমাদের সব ডেকরেশনের মালামাল পুড়ে গেছে।
ছারছীনা হোটেলের মালিক মো. কোরবান বলেন, দোকানে এসে দেখি আগুনে সব পুড়ছে। ফায়ার সার্ভিস সময়মতো না এলে আরও অনেক দোকান ক্ষতির মুখে পড়ত।
জগৎপট্টি বন্দর কমিটির উপদেষ্টা কাজী মো. আনিচুজ্জামান বলেন, দুটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য সরকারি সহায়তার আবেদন করা হবে।
অগ্নিকাণ্ডের পরপরই নেছারাবাদ উপজেলা নির্বাহী অফিসার মো. জাহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
বাংলাদেশ সময়: ১৭:৪৬:৩৫ ● ৩১ বার পঠিত
