মঙ্গলবার ● ২ ডিসেম্বর ২০২৫
অহংকারের মাস ডিসেম্বর
হোম পেজ » মুক্তিযুদ্ধ » অহংকারের মাস ডিসেম্বর

মো. মহসীন খান
ডিসেম্বর বাঙালির জীবনে অহংকারের মাস। দিকেদিকে উড়লো বিজয় পতাকা। মহান বিজয়ের মাস। এই মাসেই একে একে মুক্ত হতে থাকে শত্রুকবলিত বাংলার গ্রাম-গঞ্জ, শহর-বন্দর। প্রতিদিনই নতুন নতুন মুক্ত এলাকায় উড়তে থাকে বিজয় পতাকা।
আজ ২ ডিসেম্বর, মঙ্গলবার, ১৯৭১ সালের এ দিনে ঢাকা শহরের দিকে ধীরে ধীরে অগ্রসর হতে থাকে মুক্তিকামী দামাল ছেলেরা। আধুনিক সব অস্ত্রশস্ত্র নিয়ে যুদ্ধ চালিয়ে যাচ্ছে পাক হানাদার বাহিনী। সঙ্গে এদেশীয় দোসর আল-বদর, রাজাকারসহ বিভিন্ন নামের দালালরা।
মুক্তিকামী বাংলার দামাল ছেলেরা বীরদর্পে যুদ্ধ করছেন দেশের বিভিন্ন প্রান্তে- উদ্দেশ্য স্বাধীনতা, লক্ষ্য রাজধানী ঢাকাকে দখল করা। পাকিস্তানি বাহিনী চালিয়ে যাচ্ছে নানা অপপ্রচার। পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ সমর্থন জানিয়ে যাচ্ছে বাংলার মানুষকে। দেশকে বাঁচাতে প্রতিদিন অকাতরে প্রাণ দিচ্ছেন হাজারো মুক্তিসেনা।
পাক হানাদার বাহিনীর হিংস্র থাবায় ছিন্নভিন্ন হচ্ছে মা-বোনেরা। এ অত্যাচার-অবিচার থামাতেই বাঙালির আন্দোলন, যুদ্ধ- মুক্তির জন্য যুদ্ধ। যে ফুলকে বাঁচানোর জন্য বাঙালি রক্ত শপথ নিয়েছিল, যার আগমনের প্রতীক্ষায় সন্তানের লাশ কাঁধে নিয়েও বাবার গর্বিত চোখ ছিল স্বপ্নিল, সেই ফুলের সুবাস আর স্বপ্নের বাস্তবরূপ দেখা শুরু হয়েছিল ডিসেম্বরের এই দিনে।
ডিসেম্বর মাসের শুরুতেই মুক্তিবাহিনীর হামলায় বিপর্যস্ত হয়ে পড়ে হানাদারদের একেকটি ক্যাম্প। সেনা, নৌ ও বিমান বাহিনীর যৌথ হামলা আর স্বাধীনতার তীব্র আকাঙ্ক্ষা ও মুক্ত বাতাসের স্বপ্নে বিভোর বাংলার দামাল ছেলেদের আঘাতে পাক হানাদারদের প্রতিরক্ষা ব্যূহ ধ্বংস হতে থাকে।
এ সময় পাকিস্তানি শাসকরা যুদ্ধবিরতির জন্য কূটনৈতিক প্রচেষ্টা শুরু করে। তাদের এই কাজে প্রকাশ্যে সহায়তা দিতে তৎপর হয় যুক্তরাষ্ট্র ও চীন। এ পরিস্থিতিতে ঢাকাকে পাক হানাদারদের কাছ থেকে দখলমুক্ত করতে সেক্টর কমান্ডাররা বিভিন্ন পরিকল্পনা তৈরি করতে শুরু করেন।
—চলবে
লেখক: সাংবাদিক
বাংলাদেশ সময়: ০:৩৩:১৬ ● ৭৩ বার পঠিত
