সোমবার ● ১ ডিসেম্বর ২০২৫
জাসাসের উদ্যোগে ইন্দুরকানীতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
হোম পেজ » পিরোজপুর » জাসাসের উদ্যোগে ইন্দুরকানীতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
সাগরকন্যা প্রতিবেদক, ইন্দুরকানী (পিরোজপুর)
পিরোজপুরের ইন্দুরকানীতে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার আসর নামাজের পর পাড়েরহাট ইউনিয়নের ঐতিহ্যবাহী টগড়া কামিল মাদ্রাসা মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ইন্দুরকানী উপজেলা শাখা।
দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জাসাসের সভাপতি রাজু আহম্মেদ এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম। দোয়া পরিচালনা করেন টগড়া কামিল মাদ্রাসার আরবি প্রভাষক হাফেজ মাওলানা মো. মাহবুবুর রহমান।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ফরিদ আহমেদ, পিরোজপুর জেলা জাসাসের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ, সংগঠনিক সম্পাদক রিয়াজ মাহমুদ, পাড়েরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম হাওলাদার, সাধারণ সম্পাদক জাকির হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক আতিকুর রহমানসহ ইয়াতিমখানা-মাদ্রাসার ছাত্র ও স্থানীয় মুসল্লী।
বাংলাদেশ সময়: ২০:২৪:১৫ ● ৮২ বার পঠিত
