সোমবার ● ১ ডিসেম্বর ২০২৫
তৃতীয় মৃত্যুবার্ষিকী কুয়াকাটায় সাংবাদিক খান এ রাজ্জাকের স্মরণসভা অনুষ্ঠিত
হোম পেজ » লিড নিউজ » তৃতীয় মৃত্যুবার্ষিকী কুয়াকাটায় সাংবাদিক খান এ রাজ্জাকের স্মরণসভা অনুষ্ঠিত
সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)
কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক, দৈনিক সমকালের কুয়াকাটা প্রতিনিধি ও কুয়াকাটা প্রেসক্লাবের প্রয়াত সদস্য খান এ রাজ্জাকের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। কুয়াকাটা প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব মিলনায়তনে সোমবার (১ ডিসেম্বর) আছর নামাজের পর দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে স্মরণসভা সমাপ্ত হয়।
কুয়াকাটা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি আলহাজ্ব কুদ্দুস মাহমুদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান, কুয়াকাটা পৌর জামায়াতে ইসলামীর সাবেক আমির ও মহিপুর থানা ইমাম সমিতির সভাপতি আলহাজ্ব মাওলানা মাইনুল ইসলাম মান্নান, কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন আনু, কুয়াকাটা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি কাজী সাইদ এবং কুয়াকাটা পৌর জামায়াতের আমির মাওলানা শহিদুল ইসলাম প্রমুখ।
সঞ্চালনা করেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক হোসাইন আমির।
বক্তারা বলেন, সাংবাদিক খান এ রাজ্জাক ছিলেন কুয়াকাটার সাংবাদিকতার এক উজ্জ্বল নক্ষত্র। সুদীর্ঘ কর্মজীবনে তিনি সত্য, ন্যায় ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে গেছেন। শিক্ষকতা থেকে শুরু করে সাংবাদিকতা- সব ক্ষেত্রেই তিনি রেখে গেছেন সততার দৃষ্টান্ত।
সভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন কুয়াকাটা কেন্দ্রীয় বাইতুল আরজ জামে মসজিদের ইমাম আলহাজ্ব ক্বারি মোঃ নজরুল ইসলাম।
স্মরণসভায় কুয়াকাটা প্রেসক্লাবের সদস্যদের পাশপাশি স্থানীয় বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এবং প্রয়াত সাংবাদিক খান এ রাজ্জাকের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৮:২২:০৬ ● ৯৬ বার পঠিত
