রবিবার ● ৩০ নভেম্বর ২০২৫

বরগুনায় তালাকপ্রাপ্ত স্ত্রীকে নির্যাতন ও ভিডিওধারণের অভিযোগ

হোম পেজ » বরগুনা » বরগুনায় তালাকপ্রাপ্ত স্ত্রীকে নির্যাতন ও ভিডিওধারণের অভিযোগ
রবিবার ● ৩০ নভেম্বর ২০২৫


প্রতীকী চিত্র

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

তালাকপ্রাপ্ত স্ত্রীকে ধর্ষণের ভিডিও ধারণের অভিযোগে স্বামীসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। রবিবার বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মো. ওসমান গনি অভিযোগপত্র গ্রহণ করে সিআইডির ভারপ্রাপ্ত কর্মকর্তাকে সাত দিনের মধ্যে অনুসন্ধান প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলায় প্রধান আসামি করা হয়েছে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার হাড়িটানা গ্রামের মুজাহার আলীর ছেলে আমজাদ সর্দারকে। অপর আসামিরা হলেন- মো. আঃ রহমান, মো. কবির, মো. হালিম ও মোছা. নাসিমা। বিষয়টি নিশ্চিত করেছেন পাবলিক প্রসিকিউটর রনজুয়ারা সিপু।

মামলার এজাহারে জানা যায়, প্রায় ২৫ বছর আগে আমজাদ সর্দারের সঙ্গে ভুক্তভোগী নারীর বিয়ে হয়। তাদের দুই সন্তান রয়েছে। শারীরিক সৌন্দর্যের কারণে স্ত্রীকে অবহেলা করে স্বামী অন্যান্য নারীর প্রতি আসক্ত হয়ে ওঠেন। বিভিন্ন সময়ে স্ত্রীকে মারধর, যৌতুক দাবিসহ নানা নির্যাতন চালানো হয়। চলতি বছরের ২৬ সেপ্টেম্বর আমজাদ গোপনে স্ত্রীকে তালাক দেন।

বাদীর অভিযোগ, তালাক দেওয়ার পরও স্বামী তাকে বিষয়টি না জানিয়ে একই বাড়িতে রেখে ধর্ষণ করে। এ সময় আমজাদের আত্মীয়রা বাসার একটি কক্ষে প্রবেশ করে মোবাইল ফোনে আপত্তিকর ভিডিও ধারণ করে। পরে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে মানসিক নির্যাতন করা হয়।

এক পর্যায়ে স্থানীয়দের সহায়তায় ভুক্তভোগীকে উদ্ধার করে পাথরঘাটা থানার এসআই মো. জাহাঙ্গীর হোসেন হাসপাতালে ভর্তি করান। কিছুদিন চিকিৎসা নেওয়ার পর ভুক্তভোগী আদালতে মামলা করেন।

মামলার প্রধান আসামির ফোন নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ২২:০৯:১০ ● ২১১ বার পঠিত