রবিবার ● ৩০ নভেম্বর ২০২৫
আমতলী বিএনপি নেতা জালাল উদ্দিন ফকিরকে গণসংবর্ধনা
হোম পেজ » বরগুনা » আমতলী বিএনপি নেতা জালাল উদ্দিন ফকিরকে গণসংবর্ধনা
সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)
বহিষ্কারাদেশ প্রত্যাহারের পর বিএনপি নেতা ও আমতলী উপজেলা বিএনপির আহবায়ক জালাল উদ্দিন ফকিরকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। রবিবার সকালে উপজেলার শাখারিয়া চৌরাস্তায় প্রথম দফা এবং পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণের মুক্তমঞ্চে দ্বিতীয় দফায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে হাজারো নেতা-কর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।
জানা গেছে, ২০২৪ সালের ৩ জানুয়ারি শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটি তাকে বহিষ্কার করে। বহিষ্কার অবস্থাতেও তিনি দলীয় কার্যক্রমে সক্রিয় ছিলেন। পরে তার কর্মতৎপরতায় সন্তুষ্ট হয়ে কেন্দ্রীয় নেতারা বহিষ্কারাদেশ প্রত্যাহার করেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে সিদ্ধান্ত জানানো হয়।
গণসংবর্ধনায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট গাজী তৌহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র আহবায়ক মো. জহিরুল ইসলাম ভিপি মামুন, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মহসীন মিয়া, যুগ্ম আহবায়ক মো. কামরুজ্জামান হিরু, মাইনুদ্দিন মামুন সিকদারসহ স্থানীয় নেতারা।
জালাল উদ্দিন ফকির বলেন, নেতাকর্মীদের ঐক্য ও ভালোবাসাই আমার শক্তি। তৃণমূলে সংগঠন শক্তিশালী করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে কাজ করবো। তিনি দলীয় চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তির জন্য সবার দোয়া কামনা করেন।
বাংলাদেশ সময়: ১৭:১২:২৯ ● ১০১ বার পঠিত
