শনিবার ● ২৯ নভেম্বর ২০২৫
উন্মুক্ত হলো সুন্দরবনের আলীবান্দা ইকো-ট্যুরিজম কেন্দ্র
হোম পেজ » পর্যটন » উন্মুক্ত হলো সুন্দরবনের আলীবান্দা ইকো-ট্যুরিজম কেন্দ্র
সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট
সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের আলীবান্দায় গড়ে তোলা ইকো-ট্যুরিজম কেন্দ্র পর্যটকদের জন্য সম্পূর্ণভাবে খুলে দেওয়া হয়েছে। কেন্দ্রের বেষ্টনীর মধ্যে ৫টি মায়াবী চিত্রল হরিণ ছাড়া হয়েছে। হরিণ ছাড়ার খবরে দর্শণার্থীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা দিয়েছে।
বনবিভাগ সূত্রে জানা যায়, কেন্দ্রটিতে পর্যটকদের সুন্দরবনের সৌন্দর্য দেখার জন্য নির্মাণ করা হয়েছে দৃষ্টি নন্দন ওয়াচ-টাওয়ার এবং এক কিলোমিটার দৈর্ঘ্যের কংক্রীট ফুটট্রেইল। হরিণের অভাবে এতদিন ইকো-ট্যুরিজম কেন্দ্রটি পুরোপুরি চালু করা সম্ভব হয়নি।
অপরদিকে, আলীবান্দায় যেতে জনপ্রতি অতিরিক্ত ৩শ টাকা হারে রাজস্ব নির্ধারণ করায় পর্যটকরা আলীবান্দায় যেতে নিরুৎসাহিত হবেন বলে মনে করছেন ট্যুরিস্ট গাইড এবং স্থানীয়রা। তারা করমজলের মতো ৪০ টাকা হারে রাজস্ব নির্ধারণের জন্য বনবিভাগের প্রতি দাবী জানিয়েছেন।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) মোঃ রেজাউল করীম চৌধুরী সাগরকন্যাকে বলেন, শুক্রবারে মায়াবী চিত্রল হরিণ ছাড়ার মধ্যে দিয়ে আলীবান্দা আলীবান্দায় ইকো-ট্যুরিজম কেন্দ্র পর্যটকদের জন্য পুরোপুরি খুলে দেওয়া হয়েছে। রাজস্ব কমানোর জন্য পর্যটকদের দাবীর প্রেক্ষিতে বন মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করা হবে বলেও জানান ডিএফও।
বাংলাদেশ সময়: ১৮:৫৫:৫৬ ● ১৭০ বার পঠিত
