শনিবার ● ২৯ নভেম্বর ২০২৫

বরগুনার কাকচিড়া বাজারে ৪ দোকান পুড়ে ছাই

হোম পেজ » লিড নিউজ » বরগুনার কাকচিড়া বাজারে ৪ দোকান পুড়ে ছাই
শনিবার ● ২৯ নভেম্বর ২০২৫


কাকচিড়া বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিটে ৪ দোকান পুড়ে ছাই। ছবি- সংগৃহীত

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ৪টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা। শনিবার ভোর রাতে কাকচিরা লঞ্চঘাট এলাকার একটি চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।

পাথরঘাটা ফায়ার সার্ভিসের স্টেশন লিডার রফিকুল ইসলাম সাগরকন্যাকে জানান, একটি চায়ের দোকান থেকে আগুনের উৎপত্তি হয়ে দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনে আনিস মিয়ার মুদির দোকান এবং জাফর, আনোয়ার ও আমিনুলের চায়ের দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। এছাড়া আরও দুটি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি জানান, ভোর সাড়ে পাঁচটায় খবর পেয়ে এসে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

বাংলাদেশ সময়: ১০:১৪:৫৬ ● ১৭৩ বার পঠিত