শুক্রবার ● ২৮ নভেম্বর ২০২৫
ছারছীনা দরবার শরীফের ১৩৫তম মাহফিল আজ থেকে শুরু
হোম পেজ » পিরোজপুর » ছারছীনা দরবার শরীফের ১৩৫তম মাহফিল আজ থেকে শুরু

সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)
পিরোজপুরের নেছারাবাদে ছারছীনা দরবার শরীফে আজ শুক্রবার বাদ মাগরিব উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে শুরু হচ্ছে ১৩৫তম ঈছালে ছওয়াব মাহফিল ও বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ সম্মেলন ২০২৫। মাহফিলের উদ্বোধন করবেন ছারছীনা দরবার শরীফের পীর হযরত মাওলানা শাহ আবু নছর নেছারউদ্দীন আহমদ হোসাইন।
তিন দিনের মাহফিল বলা হলেও শেষ হবে আগামী ১ ডিসেম্বর। ওইদিন বাদ যোহর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে মাহফিল শেষ হবে। মাহফিলের দ্বিতীয় দিন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ তার সফরসঙ্গী নেতাকর্মীদের উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ওলামা, মুফতি, মাশায়েখ, আলেম-ওলামা, মুসল্লি ও ধর্মপ্রাণ মানুষের আগমন শুরু হয়েছে। প্রতিদিন বাদ ফজর থেকে বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনা, নসিহত, দোয়া-মুনাজাতসহ আধ্যাত্মিক আয়োজন থাকবে বলে জানিয়েছেন মাহফিল আয়োজক কর্তৃপক্ষ। এছাড়া এসময়ে বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর কেন্দ্রীয় নেতৃবৃন্দ, মাশায়েখ ও প্রতিনিধিরা বিভিন্ন দিকনির্দেশনামূলক বয়ান পেশ করবেন। সেই সাথে দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। মাহফিল সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে ছারছীনা দরবার শরীফ ও বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ কেন্দ্রীয় দফতরের পক্ষ থেকে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন।
ঢাকা থেকে ছারছীনা যাওয়ার উপায় (বাস ও লঞ্চ):
বাসযোগে: ঢাকার গাবতলী ও সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে হানিফ, ঈগল, দেশ ট্রাভেলস, ইমরান, সাকুরা, দিগন্ত, লাবিবা পরিবহনের বাস সরাসরি বরিশাল হয়ে স্বরূপকাঠি (নেছারাবাদ) যায়। বরিশাল থেকে ছারছীনা দরবার শরীফ ৩০ কিলোমিটার দূরে। সেখান থেকে স্থানীয় লোকাল বাস বা মাহেন্দ্র/মটরসাইকেলে প্রায় ৪০ মিনিটে সরাসরি দরবার শরীফে পৌঁছানো যায়।
লঞ্চযোগে: ঢাকা সদরঘাট থেকে স্বরূপকাঠি (নেছারাবাদ)গামী কিছু লঞ্চ সরাসরি ছারছীনা দরবার শরীফের কাছে স্বরূপকাঠি লঞ্চঘাটে নামিয়ে দেয়। এছাড়া অনেক লঞ্চ বরিশাল যায়। সেখান থেকে স্থানীয় বাস, মাহেন্দ্র বা মটরসাইকেলে ৪০ মিনিটে ছারছীনা দরবার শরীফে পৌঁছানো যায়। উভয় পথেই ছারছীনা দরবার শরীফে যাতায়াত অত্যন্ত সহজ।
বাংলাদেশ সময়: ১৪:৩৭:২২ ● ২৯ বার পঠিত
