বুধবার ● ২৬ নভেম্বর ২০২৫
গৌরনদীতে জিয়া স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
হোম পেজ » খেলা » গৌরনদীতে জিয়া স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
বরিশালের গৌরনদীতে শহীদ জিয়ার স্মৃতিকে ধারণ করে আয়োজিত মিনি ফুটবল টুর্নামেন্টের সমাপ্তি উপলক্ষে পুরস্কার বিতরণ ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) বিকেলে উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের কামালাপুর পাকা মসজিদ প্রাঙ্গণে আয়োজন সম্পন্ন হয়।
কামালাপুর যুব সমাজ ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে যুবসমাজের বিপুল উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। খেলায় অংশগ্রহণকারী দল ও বিজয়ী খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পরে উপস্থিত তরুণদের অনুপ্রাণিত করতে এক যুব সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এম জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রেখে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখে। শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশের সেবায় এগিয়ে আসতে তরুণদের আহ্বান জানান তিনি।
টুর্নামেন্টের সমন্বয়ক ও কামালাপুর যুব সমাজ ঐক্য পরিষদের প্রধান উপদেষ্টা মো. ফেরদৌস হাওলদার সভাপতিত্ব করেন। তিনি বলেন, কামালাপুর যুব সমাজের ঐক্যবদ্ধ এই প্রয়াস প্রমাণ করে যে তরুণ প্রজন্ম খেলাধুলা ও গঠনমূলক কাজের প্রতি আগ্রহী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা (উত্তর) বিএনপির সদস্য রফিকুল ইসলাম কাজল, উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সাবেক আহবায়ক আলহাজ্ব আবুল হোসেন মিয়া, সিনিয়র যুগ্ম আহবায়ক বদিউজ্জামান মিন্টু, যুগ্ম আহবায়ক মো. শামিম খলিফা, মজিবুর রহমান মাস্টার, আবুল কালাম আজাদ, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শরিফ শফিকুর রহমান স্বপন, সাবেক আহবায়ক মো. জকির শরিফ, খাঞ্জাপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক মো. ফজলুল হক সরদার, বরিশাল জেলা ছাত্রদলের সহ সভাপতি মাসুদ রানা, পৌর যুবদল নেতা মো. রিয়াজ ভূইয়া ও মো. সিরাজ সরদারসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
তারা সবাই টুর্নামেন্টের সফল আয়োজনের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান এবং এ ধরনের ইতিবাচক কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্ব আরোপ করেন।
বাংলাদেশ সময়: ১৮:৫৮:০৬ ● ৪১ বার পঠিত
