বুধবার ● ২৬ নভেম্বর ২০২৫
আমতলীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের গাছ কেটে বিক্রি!
হোম পেজ » বরগুনা » আমতলীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের গাছ কেটে বিক্রি!
সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)
আমতলীতে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জমির গাছ দুই ভাই জসিম উদ্দিন ও আমিনুল ইসলাম ৮৫ হাজার টাকায় বিক্রি করেছেন-এমন অভিযোগ উঠেছে। পাউবো বাধা দিলেও তারা গাছ কাটা বন্ধ করেননি বলে জানিয়েছে স্থানীয়রা।
সোমবার কুকুয়া ইউনিয়নের কুতুবপুর মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, পাউবো নির্মিত ১৯৬৫ সালের বন্যা নিয়ন্ত্রণ বাঁধের দুই পাশে প্রায় ২০০ ফুট এলাকাজুড়ে ২০০০ সালে রোপিত মেহগনি, চাম্বল ও শিসুসহ ৫০টিরও বেশি গাছ শিক্ষক জসিম ও তার ভাই বিক্রি করেন। ব্যবসায়ী বেল্লাল মিয়া গাছগুলো কাটছেন।
বুধবার গিয়ে দেখা যায়, কাটা গাছ স্তুপ করে রাখা হয়েছে এবং বেল্লাল মিয়া সেগুলো সংগ্রহ করছেন। তিনি দাবি করেন, জসিম মাস্টার ও তার ভাইয়ের কাছ থেকে গাছ কিনেছি। এগুলো পাউবোর তা জানতাম না।
তবে জসিম উদ্দিন বলেন, আমার রেকর্ডীয় জমির গাছ বিক্রি করেছি।
পাউবো কর্মকর্তারা জানান, বাঁধের গাছ কাটা অবৈধ। উপ-সহকারী প্রকৌশলী আজিজুর রহমান সুজন বলেন, পাউবোর গাছ কাটা হয়েছে। নির্বাহী প্রকৌশলী হান্নান প্রধান বলেন, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এমএইচকে/এমআর
বাংলাদেশ সময়: ১৫:৫৫:৪৫ ● ৪০ বার পঠিত
