বুধবার ● ২৬ নভেম্বর ২০২৫
গোপালগঞ্জে কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত
হোম পেজ » ঢাকা » গোপালগঞ্জে কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত
সাগরকন্যা প্রতিবেদক, গোপালগঞ্জ
বাংলাদেশ হুফফাজুল কুরআন ফাউন্ডেশন গোপালগঞ্জ সদর উপজেলা শাখার আয়োজনে কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দিনব্যাপী সদর উপজেলার নিজড়া আলইদ্রিস তাহফিজুল কুরআন মক্কামাদ্রাসা ও এতিমখানায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সদর উপজেলার ৪টি গ্রুপে প্রায় ২০০ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ এর গোপালগঞ্জ সদর উপজেলার সভাপতি হাফেজ নওশের আলী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে প্রশংসা পত্র ও পুরস্কার তুলে দেন জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক এমপি এম এইচ খান মঞ্জু। এসময় প্রধান অতিথি ঘরে ঘরে শিক্ষার্থীদের কুরআনের হাফেজ হয়ে ইসলামের আলোয় আলোকিত হওয়ার আহবান জানান।
এ কুরআন প্রতিযোগিতায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব হাফেজ মো: আশরাফ হোসেন, হুফফাজুল কুরআন ফাউন্ডেশন সদর উপজেলা কমিটি সাধারণ সম্পাদক হাফেজ কারী ইকলাছুর রহমান, দপ্তর সম্পাদক হাফেজ মওলানা মহিউদ্দিন সাহেব’সহ শত শত কুরআনের পাখিরা উপস্থিত ছিলেন।
এছাড়া আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক তৌহিদুর রহমান তাজ, পৌর বিএনপি’র সাবেক সভাপতি গিয়াস উদ্দিন খান ঝান্টু, গোবরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আরিফুজ্জামান টুটুল, জেলা শ্রমিক ফেডারেশনের দপ্তর সম্পাদক মাসুদ শেখ, মুর্শিদ চৌধুরী’সহ অনেকে।
এরপর হুফফাজুল কুরআন ফাউন্ডেশন এর পক্ষ থেকে প্রধান অতিথিকে সম্মাননা স্ক্রেস্ট তুলে দেন।
এইচবি/এমআর
বাংলাদেশ সময়: ১৩:৩৭:৫৯ ● ২৩ বার পঠিত
