মঙ্গলবার ● ২৫ নভেম্বর ২০২৫

গৌরনদীতে মোবাইল কোর্টে প্রতিষ্ঠান সিলগালা ও জরিমানা

হোম পেজ » লিড নিউজ » গৌরনদীতে মোবাইল কোর্টে প্রতিষ্ঠান সিলগালা ও জরিমানা
মঙ্গলবার ● ২৫ নভেম্বর ২০২৫


গৌরনদীতে মোবাইল কোর্টে প্রতিষ্ঠান সিলগালা ও জরিমানা

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

গৌরনদী উপজেলায় জনস্বার্থে পরিচালিত মোবাইল কোর্টে লাইসেন্সবিহীনভাবে পরিচালিত ও স্বাস্থ্যবিধি না মানায় বাটাজোড় এলাকার মদিনা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে গেটে নোটিশ টাঙানো হয়েছে। একই অভিযানে অপারেশন থিয়েটারে প্রয়োজনীয় লজিস্টিকস ও রোগী রাখার রুম না থাকায় সুইস মেডিকেল সেন্টারের অপারেশন কার্যক্রম বন্ধ ঘোষণা করে উপজেলা স্বাস্থ্য দপ্তরের জিম্মায় দেওয়া হয় এবং লাইসেন্সের শর্ত ভঙ্গ করে সার্বক্ষণিক ডাক্তার না থাকায় প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা ও মুচলেকা নেওয়া হয়।

একই দিনে রাস্তা দখল করে মালামাল রাখা ও ব্যবসায়িক লাইসেন্স না থাকায় দুইজনকে ১০ হাজার টাকা জরিমানা এবং শব্দদূষণ প্রতিরোধে হাইড্রোলিক হর্ণ ব্যবহারের অভিযোগে দুইটি গাড়িকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

জনস্বার্থে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে দালালবিরোধী অভিযানও পরিচালনা করা হয়। এসময় মধ্যস্থতাকারী হিসেবে কাজ করবে না মর্মে আটক কয়েকজনের কাছ থেকে প্রথমবার সতর্কতামূলকভাবে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান। এতে সহযোগিতা করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সালেহীন, উপজেলা মেডিকেল অফিসার তৌকির আহমেদ, ডা. টিপু সুলতান এবং গৌরনদী মডেল থানা পুলিশের সদস্যরা।

অভিযান চলাকালে সরকারি জমি ও রাস্তাঘাট বেদখল প্রতিরোধে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩ অনুযায়ী আবশ্যিক জেল দণ্ড প্রদানের বিধান সম্পর্কে সচেতন করা হয়।

গৌরনদী সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান জানান, জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

উল্লেখ্য, গত ২২ নভেম্বর মদিনা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে সিজারিয়ানে প্রসূতি মায়ের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রতিষ্ঠানটির মালিকসহ ১১ জনের বিরুদ্ধে গৌরনদী থানায় মামলা দায়ের করেন ওই প্রসূতির স্বামী ইমন আকন।

বাংলাদেশ সময়: ২২:২১:৩৯ ● ১১২ বার পঠিত