রবিবার ● ২৩ নভেম্বর ২০২৫

গলাচিপায় সংখ্যালঘু পরিবারের ধান কেটে নেয়ার পায়তারা!

হোম পেজ » পটুয়াখালী » গলাচিপায় সংখ্যালঘু পরিবারের ধান কেটে নেয়ার পায়তারা!
রবিবার ● ২৩ নভেম্বর ২০২৫


গলাচিপায় সংখ্যালঘু পরিবারের ধান কেটে নেয়ার পায়তারা!

সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)

পটুয়াখালীর গলাচিপায় সংখ্যালঘু সম্প্রদায়ের রেকর্ডীয় ও কবলাকৃত জমির ধান জোর করে কেটে নেওয়ার পায়তারার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে উপজেলার গজালিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চর হরিদেবপুর গ্রামে। এ ঘটনায় ভুক্তভোগী কানাই চন্দ্র শীল ২২ নভেম্বর গলাচিপা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে তিনি একই গ্রামের জয়নাল সরদার (৭০), চান্দু সরদার (৬৫), ইব্রাহিম সরদার (৩৫) ও মস্তফা সরদারকে (৩০) বিবাদী করেন। থানা সূত্রে জানা যায়, কানাই চন্দ্র শীল তার বাবা-দাদার আমল থেকে ৩ একর ৪১ শতাংশ জমি পৈত্রিক ও রেকর্ড সূত্রে ভোগ দখলে রেখেছেন। জমিতে ফসল, বাগান, ঘরবাড়ি ও পুকুর রয়েছে, এবং নিয়মিত রাজস্ব পরিশোধও করছেন।

কানাই চন্দ্র শীল বলেন, আমাদের পূর্বপুরুষদের আমল থেকে এই জমিতে আমরা শান্তিতে বসবাস করে আসছি। হঠাৎ প্রতিপক্ষ জোর করে ধান কেটে নেওয়ার পায়তারা করছে। তিনি জমির দাগ, খতিয়ানসহ সব নথিপত্র তার নামে হালনাগাদ আছে বলেও জানান।

স্থানীয় সমাজসেবক ইউসুফ গাজী, সুনীল চন্দ্র শীল ও বারেক মৃধা বলেন, কানাই চন্দ্র শীলের পরিবার বহু বছর ধরে জমিটি ভোগ দখল করে আসছে। তারা অভিযোগ করেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে একটি মহল সংখ্যালঘুদের সম্পত্তি দখলের চেষ্টা চালাচ্ছে।

অভিযুক্ত জয়নাল সরদার দাবি করেন, উক্ত জমিতে তাদেরও মালিকানা রয়েছে।
গলাচিপা থানার ওসি আসাদুর রহমান বলেন, জোর করে জমির ধান কাটা আইনত অপরাধ। অভিযোগ পাওয়ার পর এসআই সোহেল রানাকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষার্থে দু’পক্ষকেই থানায় ডাকা হবে।

এসডি/এমআর

বাংলাদেশ সময়: ১৭:৫২:৩৯ ● ২৪ বার পঠিত