শনিবার ● ২২ নভেম্বর ২০২৫

কলাপাড়ায় গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়ায় গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু
শনিবার ● ২২ নভেম্বর ২০২৫


প্রতীকী চিত্র

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালীর কলাপাড়া বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষক হৃদয় হাওলাদার নিহত হয়েছেন। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। ঘটনাটি ঘটেছে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের কোম্পানিপাড়া গ্রামে। হৃদয় ওই গ্রামের দুলাল হাওলাদারের ছেলে।

নিহতের চাচা লিটন হাওলাদার জানান, সকালে হৃদয় নিজের বাড়ির সামনে রাস্তার পাশে রেইনট্রি গাছের ডাল কাটছিলেন। গাছের সাথে সংযুক্ত ছিল ৩৩ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইন। ডাল কাটার সময় বিদ্যুৎপ্রবাহে আঘাত পেয়ে তিনি গাছের সাথে ঝুলে পড়েন। প্রতিবেশী ও স্বজনরা দ্রুত তাকে গাছ থেকে নামিয়ে শঙ্কাজনক অবস্থায় কলাপাড়া হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল ইসলাম জানান, নিহতের পরিবারের কোন অভিযোগ নেই এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে ময়না তদন্ত ছাড়াই লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২:০৬:১৯ ● ৮৩ বার পঠিত