শনিবার ● ২২ নভেম্বর ২০২৫

চাঁপাইনবাবগঞ্জে নবায়নযোগ্য জ্বালানি সৌরবিদ্যুৎ বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

হোম পেজ » রাজশাহী » চাঁপাইনবাবগঞ্জে নবায়নযোগ্য জ্বালানি সৌরবিদ্যুৎ বিষয়ে সেমিনার অনুষ্ঠিত
শনিবার ● ২২ নভেম্বর ২০২৫


চাঁপাইনবাবগঞ্জে নবায়নযোগ্য জ্বালানি সৌরবিদ্যুৎ বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

সাগরকন্যা প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে নবায়নযোগ্য জ্বালানি সৌরবিদ্যুতের সম্ভাবনা ও প্রয়োগ বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে শহরের একটি রেস্তোরাঁয় এই সেমিনার আয়োজন করা হয়।

সেমিনারে রাজশাহী ভিত্তিক পরিবেশবাদী সংগঠন ‘পরিবর্তন’-এর পরিচালক রিসাদ ইবনে ওবাইদ মূল বক্তব্য উপস্থাপন করেন। পরিবর্তনের প্রোগ্রাম অ্যাসোসিয়েট ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূত্ব্ব ও খনিবিদ্যা বিভাগের শিক্ষার্থী রনি রায়ের উপস্থাপনায় আলোচনায় অংশ নেন স্থানীয় এনজিও ‘চেতনা’র প্রতিনিধি ডাবলু কুমার ঘোষ, বাংলাভিশনের জেলা প্রতিনিধি সাখাওয়াত জামিল দোলন, জিটিভির সাংবাদিক আশরাফুল ইসলাম, হানিফ মেহমুদসহ স্থানীয় ব্যক্তিবর্গ।

পরে অনুষ্ঠানে উপস্থিত অংশগ্রহণকারীদের নিয়ে পরিবেশভিত্তিক সংগঠন FED (Forum on Ecological Development) গঠন করা হয়। বক্তারা তাদের আলোচনায় নবায়নযোগ্য জ্বালানি বিশেষ করে সোলার এনার্জির গুরুত্ব, টেকসই উন্নয়ন এবং পরিবেশ সংরক্ষণে এর ভূমিকা তুলে ধরেন।

বাংলাদেশ সময়: ১৮:৫২:৩৯ ● ৮৫ বার পঠিত