শুক্রবার ● ২১ নভেম্বর ২০২৫
গৌরনদীতে শতবর্ষী শিক্ষক প্রিয়তোষকে সংবর্ধনা ও স্মৃতিচারণ
হোম পেজ » বরিশাল » গৌরনদীতে শতবর্ষী শিক্ষক প্রিয়তোষকে সংবর্ধনা ও স্মৃতিচারণ

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
বরিশালের গৌরনদী উপজেলার প্রাচীন বিদ্যাপীঠ ঐতিহ্যবাহী বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক পণ্ডিত প্রিয়তোষ ভট্টাচার্য্যের জন্মশতবার্ষিকী উপলক্ষে সংবর্ধনা ও স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে আনন্দ ও উৎসবমুখর পরিবেশে বৃহস্পতিবার রাত ৭টার দিকে বার্থী গ্রামে ওই শিক্ষকের বাড়ির উঠানে শততম জন্মদিন উদ্যাপন করা হয়। বাড়িটি আলোকসজ্জা দিয়ে নববধূর সাজে সাজানো হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রবীণ শিক্ষক বৈদ্য নারায়ণ পাল। প্রধান অতিথি ছিলেন শতবর্ষী অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক পণ্ডিত প্রিয়তোষ ভট্টাচার্য্য। বিশেষ অতিথি ছিলেন প্রাক্তন ছাত্র অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ড. নাসিরউদ্দিন মিয়া, জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য রাধেশ্যাম রায়, বার্থী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার পান্ডে।
স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন প্রাক্তন ছাত্র গৌরনদী প্রেসক্লাবের প্যানেল আহ্বায়ক মো. গিয়াস উদ্দিন মিয়া, বিশিষ্ট সমাজসেবক এ.এম. মোশারফ, হাবিবুর রহমান, সাবেক প্রধান শিক্ষক শওকত বেপারী, প্রধান শিক্ষক সুরেশ দাস, সহকারী শিক্ষক উত্তম কুমার দে, উপজেলা সহকারী শিক্ষক সমাজের সাধারণ সম্পাদক সুদাম পাল, খায়রুল আহসান লাভলু প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই শতবর্ষী শিক্ষককে ফুল দিয়ে বরণ ও ক্রেস্ট প্রদান করেন প্রাক্তন শিক্ষার্থীরা। এ সময় নিজের শতবর্ষে সাবেক ছাত্রদের ভালোবাসায় মুগ্ধ হয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। পরে জন্মদিনের কেক কাটা হয় এবং রাতের খাবার পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।
এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় কর্মরত ওই বিদ্যালয়ের শতাধিক প্রাক্তন শিক্ষার্থী পণ্ডিত স্যারের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
বাংলাদেশ সময়: ১৫:১৩:৫০ ● ২৪ বার পঠিত
