বুধবার ● ১৯ নভেম্বর ২০২৫

পাঁচ সুপারভাইজারকে জরিমানা কুয়াকাটায় যাত্রীবাহী বাস থেকে ৯শ’ কেজি জাটকা জব্দ

হোম পেজ » কুয়াকাটা » পাঁচ সুপারভাইজারকে জরিমানা কুয়াকাটায় যাত্রীবাহী বাস থেকে ৯শ’ কেজি জাটকা জব্দ
বুধবার ● ১৯ নভেম্বর ২০২৫


কুয়াকাটায় যাত্রীবাহী বাস থেকে ৯শ’ কেজি জাটকা জব্দ

সাগরকন্যা প্রতেবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)

পটুয়াখালীর কুয়াকাটা মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে পাচারের উদ্দেশ্যে লুকিয়ে রাখা ১৮ কক্সিটে মোট ৯শ’ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত নিউ মডার্ন, আর.পি-সহ পাঁচটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে এসব জাটকা উদ্ধার করা হয়।

মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৪ ও ৫(১) ধারার লঙ্ঘনের দায়ে পাঁচ বাসের সুপারভাইজারকে মোট ১৪ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

জব্দকৃত সব জাটকা মানবকল্যাণমূলক কাজে ব্যবহারের সিদ্ধান্ত নেয় প্রশাসন। পরে এগুলো কুয়াকাটা ও কলাপাড়া এলাকার ১১টি এতিমখানা এবং কলাপাড়া-কুয়াকাটার দুই পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের মধ্যে বিতরণ করা হয়।

বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও কুয়াকাটা পৌর প্রশাসক ইয়াসীর সাদেক এবং উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তারা।

ইউএনও কাউছার হামিদ বলেন, আগামী আট মাস পর্যন্ত জাটকা ইলিশ ধরা, পরিবহন বা মজুদ রাখা আইনত দণ্ডনীয় অপরাধ। আইন অমান্যকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২১:৫৪:২৬ ● ৮৮ বার পঠিত