মঙ্গলবার ● ১৮ নভেম্বর ২০২৫

গৌরনদীতে তুচ্ছ ঘটনায় বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে ৫ কর্মী আহত

হোম পেজ » লিড নিউজ » গৌরনদীতে তুচ্ছ ঘটনায় বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে ৫ কর্মী আহত
মঙ্গলবার ● ১৮ নভেম্বর ২০২৫


প্রতীকী চিত্র

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

বরিশালের গৌরনদীতে অটোভ্যানে এক পথচারীকে ধাক্কা দেওয়ার ঘটনায় বিএনপির দু’গ্রুপ কর্মী ও সমর্থকদের মধ্যে হামলা-পাল্টাহামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের ৫ কর্মী-সমর্থক আহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার বার্থী বাজারে এ ঘটনা ঘটে। গুরুতর আহত লিমন মোল্লাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, অপর গুরুতর আহত বাদশা মৃধাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সকালে বার্থী বাজারে একটি অটোভ্যানে বৃদ্ধ ছৈয়দালী মৃধাকে ধাক্কা দিয়ে আহত করা হয়। এ ঘটনায় বিএনপি কর্মী বাদশা মৃধা ওই ভ্যান চালক ও মাছ বিক্রেতাকে চড় থাপ্পড় মারেন। এ সময় মাছের আড়দার বিএনপি কর্মী হারুন মোল্লা বাদশা মৃধার পক্ষ নেন। কিছুক্ষণের মধ্যে হারুন মোল্লার নেতৃত্বে ৪-৫ জন হামলা চালিয়ে বাদশা মৃধা ও তার ছেলে সাদ্দাম মৃধাকে মারধর করেন। প্রতিশোধ নিতে বাদশার সমর্থক সাইদুল খলিফা পাল্টাহামলা চালিয়ে হারুনের ভাতিজা লিমন মোল্লাকে পিটিয়ে গুরুতর আহত করেন।

গৌরনদী থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, এ ব্যাপারে আমার কিছু জানা নেই। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১:২৭:০৩ ● ৩১২ বার পঠিত