মঙ্গলবার ● ১৮ নভেম্বর ২০২৫

ফরম ফিলাপ ফি বৃদ্ধির প্রতিবাদে গৌরনদীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

হোম পেজ » লিড নিউজ » ফরম ফিলাপ ফি বৃদ্ধির প্রতিবাদে গৌরনদীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ
মঙ্গলবার ● ১৮ নভেম্বর ২০২৫


ফরম ফিলাপ ফি বৃদ্ধির প্রতিবাদে গৌরনদীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ডিপ্লোমা পর্যায়ের ফরম ফিলাপ ফি আকস্মিক বৃদ্ধির প্রতিবাদে গৌরনদী উপজেলার বরিশাল টেক্সটাইল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা মঙ্গলবার সকাল ১১টায় গৌরনদী-মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। দীর্ঘ সময় মহাসড়ক বন্ধ থাকায় যান চলাচল ব্যাহত হয় এবং এসময় সাধারণ মানুষের ভোগান্তি দেখা দেয়।

শিক্ষার্থীদের অভিযোগ, পূর্বে ফরম ফিলাপের ফি ছিল এক হাজার ৫০ টাকা। নতুন সিদ্ধান্তে তা বৃদ্ধি করে এক হাজার ৭শ’ টাকা নির্ধারণ করা হয়েছে। মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীদের জন্য এই অতিরিক্ত ফি বহন করা কঠিন বলে তারা দাবি করেন। হঠাৎ ফি বৃদ্ধি তাদের শিক্ষাজীবনকে ঝুঁকিতে ফেলবে বলে আশঙ্কা প্রকাশ করেন সড়ক অবরোধে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা।

তারা আরও জানান, ইনস্টিটিউটের অধিকাংশ শিক্ষার্থী দেশের প্রত্যন্ত এলাকা থেকে আসা এবং তাদের পারিবারিক আয় সীমিত। ফি বৃদ্ধি পেছানোর সুযোগ না থাকলে অনেক শিক্ষার্থী সময়মতো ফরম ফিলাপ করতে না পারায় পরবর্তী শিক্ষাবর্ষে ঝরে পড়ার আশঙ্কার কথাও জানিয়েছে তারা।

মহাসড়ক অবরোধের খবর পেয়ে গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইব্রাহিম ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তিনি পরিস্থিতি শান্ত করতে উদ্যোগ নেন এবং শিক্ষার্থীদের দাবির বিষয়ে আশ্বাস প্রদান করেন। এ সময় অধ্যক্ষ উপস্থিত না থাকায় ইউএনও মোবাইল ফোনে ইনস্টিটিউটের অধ্যক্ষ ও কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করেন। বোর্ড চেয়ারম্যান বিভিন্ন যুক্তি তুলে ধরে ফি বৃদ্ধির বিষয়টি ব্যাখ্যা করেন।

ইউএনওর আশ্বাসে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে অবরোধ তুলে নেন এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এতে সাধারণ মানুষের ভোগান্তিও কমে আসে। প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের দাবি গুরুত্ব সহকারে বিবেচনার প্রতিশ্রুতি দিলে তাদের মধ্যে স্বস্তি ফিরে আসে।

অভিভাবকদের মতে, আকস্মিক ফি বৃদ্ধি শিক্ষার্থীদের পাশপাশি পরিবারের জন্যেও বড় ধরনের চাপ তৈরি করেছে।

বাংলাদেশ সময়: ১৮:১৩:৫৪ ● ৮৪ বার পঠিত