সোমবার ● ১৭ নভেম্বর ২০২৫
মির্জাগঞ্জে ছাত্রদল আহবায়কের নামে মামলা: প্রতিবাদে মানববন্ধন
হোম পেজ » পটুয়াখালী » মির্জাগঞ্জে ছাত্রদল আহবায়কের নামে মামলা: প্রতিবাদে মানববন্ধন

সাগরকন্যা প্রতিবেদক, মির্জাগঞ্জ (পটুয়াখালী)
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. আবুল বাশার মোখলেছসহ ছয়জন ছাত্রদল কর্মীর বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে দায়ের করা মামলাকে মিথ্যা দাবি করে এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা ও সুবিদখালী সরকারি কলেজ ছাত্রদল যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
সুবিদখালী সরকারি ডিগ্রি কলেজসংলগ্ন বাসস্ট্যান্ড এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সুবিদখালী রোকেয়া খানম বালিকা মাধ্যমিক বিদ্যালয়সংলগ্ন উপজেলা ছাত্রদল কার্যালয়ের সামনের মহাসড়কে আধাঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা যুবদলের সদস্যসচিব গাজী মো. আতাউর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. রফিকুল ইসলাম, যুগ্ম আহবায়ক মো. বাদল হোসেন, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মেঃ মাইনুল ইসলাম শাহিন এবং সুবিদখালী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মো. সাব্বির হোসাইন ফরাজী।
বক্তারা বলেন, গত ১৩ নভেম্বর আওয়ামী লীগের ডাকা লকডাউন বাস্তবায়নের সময় যুবলীগ নেতা বশির আলম কর্মী–সমর্থকদের নিয়ে নাশকতার পরিকল্পনা করেন। সেই ঘটনা আড়াল করতে যুবলীগ নেতা বশির আলম ১৬ নভেম্বর মির্জাগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপজেলা ছাত্রদল আহবায়ক মো. আবুল বাশার মোখলেছসহ ছয়জনের বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে মামলা দায়ের করেন। বক্তারা এ মামলাকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশ নেন।
বাংলাদেশ সময়: ১৬:৪০:০৬ ● ৩৬ বার পঠিত
